নিউইয়র্ক (ইউএনএ): পবিত্র রমজান উপলক্ষ্যে ধর্মীয় ভাবগম্ভীর
পরিবেশে টাঙ্গাইল সোসাইটি ইউএসএ ইনক’র উদ্যোগে ইফতার ও
দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ এপ্রিল) সন্ধ্যায়
সিটির উডসাইড¯’ গুলশান ট্যারেসে এই মাহফিল আয়োজিত হয়।
এতে আড়াই শতাধিক প্রবাসী টাঙ্গাইলবাসী যোগ দেন। সংগঠনের
সভাপতি শামসুজ্জামান খান ও সাধারণ সম্পাদক খন্দকার মনিরুজ্জামান
আরিফ সহ কার্যকরী পরিষদের কর্মকর্তারা অতিথিদের স্বাগত জানান।


মাহফিলের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মোহাম্মদ
শিহাব উদ্দিন। এরপর তেলাওয়াত করেন হাফেজ মোহাম্মদ মহিবুল্লাহ।
মাহফিলে বিশেষ দোয়া পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ আইয়ুব
আলী। শুভে”ছা বক্তব্য রাখেন সভাপতি শামসুজ্জামান খান এবং সবশেষে
ধন্যবাদ জানান সোসাইটির সাবেক সভাপতি খন্দকার মাহবুব
হোসেন।
মাহফিলে টাঙ্গাইলের বিশিষ্ট ব্যক্তির মধ্যে সাংস্কৃতিক ব্যক্তিত্ব কাউসার
আহমেদ মন্টু, বাংলাদেশ সোসাইটির সাবেক সহ সভাপতি মনিরুল
ইসলাম, সঙ্গীত শিল্পী স্বপ্না কাউসার, নিউইয়র্ক বাংলাদেশ
প্রেসক্লাব ও টাঙ্গাইল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক
এবিএম সালাহউদ্দিন আহমেদ, টাঙ্গাইল সোসাইটির বর্তমান ও
সাবেক কর্মকর্তাদের মধ্যে আব্দুস সালাম, মোহাম্মদ হারুন-অর-রশিদ
বাবলু, দেওয়ান আামিনুর রহমান, খন্দকার মাহবুব হোসেন, আশরাফুল
আলম জঙ্গী, মোহাম্মদ শিহাব উদ্দিন, মোহাম্মদ আজাদ আলী খান,
মির্জা নূর-এ আলম মোহাম্মদ হারুন অর রশীদ, আব্দুর রাজ্জাক, সৈয়দ

ইমরুল আলম শাহেদ, মোহাম্মদ মজিবর রহমান, মোহাম্মদ আলী, মনোয়ারা
আলম বেবী, নাসরিন আক্তার লাকি প্রমুখ সপরিবারে উপস্থিত ছিলেন।
এছাড়াও আমন্ত্রিত অতিথিদের মধ্যে ইয়েলো সোসাইটি নিউইয়র্ক-
এর সাবেক সভাপতি মোহাম্মদ এ আওয়াল ভূইয়া ও পুষ্পধারা
প্রোপার্টিজ লি: এর ইউএসএ শাখার পরিচালক মিজানুর রহমান
টাঙ্গাইল সোসাইটি ইউএসএ ইনক’র উদ্যোগে ইফতার ও দোয়া
মাহফিলে উপস্থিত ছিলেন
অনুষ্ঠানে যোগাদানকারী প্রবাসী টাঙ্গাইলবাসীরা নিজেদের মধ্যকার
সৌহার্দ্য-সম্প্রীতির বন্ধনকে আরো জোরদার করার উপর গুরুত্বারোপ
করেন।