যখন ১৪৩০ এলো

- জাকিয়া রহমান  

 

যখন ১৪৩০ এলো... 

আমার সান্নিধ্যে তখনও বসন্ত বিরাজে। 

তাই ভালোবাসা ভরা এক রঙিন সাজে

সুফলা ধরিত্রীর চিত্র খুলে ধরেছি বন্ধু, তোমাদের কাছে। 

 জানি হোথা দহনে কাতর আমার প্রিয় বাংলা মা

গুরু কবি তুমি কাব্যে লিখেছিলে,   

অগ্নি দহনে সুচী হবে নাকি ধরা?  

বৈশাখের ঝড় ধুয়ে মুছে নিয়ে যাবে জরা।  

আমি দেখি চারদিকে আগুন জ্বলে

পুড়ে খাক সব! জ্বলে আগুন, জ্বলে! 

কিছুইতো থাকেনা আর বাকি,

সব অঙ্গার, কে হবে শুদ্ধ? কি হবে খাঁটি

দেখছি শুধু অনাসৃষ্টি!  

 

এসো হে বৈশাখ! আন ঝড় এতো এক সুরের ছন্দ, 

যে ঝড় শিকড় উপড়ে মুছে দেয় কত  আভাগার স্বপ্ন। 

বৃক্ষের বিনাশ আর হরিত ফসল আঘাতে ক্ষত

কত মানুষ হারায় বসত।  

 

আমি আজ আর জানি না বৈশাখ

কি চাইব তোমার কাছে

ঝড়, খরা, আগুন নাকি প্লাবন?

ঝড়, খরা, আগুন সব তো সর্বনাশা 

আর উথাল পাথাল প্লাবন সব ভাসিয়ে নেবে- 

এতো তার উল্লাসের নেশা।      

কি আমি চাইব বৈশাখ তোমার কাছে?   

কি আমি করব আশা?  


তবুও বলি শুভ নববর্ষ সবাইকে ...