এম আব্দুর রাজ্জাক, সান্তাহার বগুড়া থেকে : বগুড়ার আদমদীঘিতে শেখ রাসেল স্মৃতি সংসদের আয়োজনে শর্টবার ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলার পুরষ্কার বিতরণ করা হয়েছে। শুক্রবার (১০ মার্চ) /২৩ ইং রাতে আদমদিঘী উপজেলার সান্তাহার ইউনিয়নের ছাতনী বুড়ির ভিটা নামক স্থানে এ আয়োজন করা হয়।
ছাতনী শেখ রাসেল স্মৃতি সংসদের সভাপতি তৌফিকুল ইসলাম নয়নের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মিলন মাস্টারের সঞ্চালনায় পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী কৃতক নারী উদ্যোক্তা পুরস্কারপ্রাপ্ত উপজেলা আওয়ামীলীগের সদস্য ও সান্তাহার ইউপি চেয়ারম্যান মোছাঃ নাহিদ সুলতানা তৃপ্তি।
এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী রাশেদুল ইসলাম রাজা, উপজেলা যুবলীগ সভাপতি শাহিনুর রহমান মন্টি, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি ফিরোজ হোসেন চন্দন, এলজিইডির প্রকৌশলী শাহ মোহাম্মদ শহিদুল হক, বিশিষ্ট ব্যবসায়ী ফিরোজ মোস্তফা কামাল বাবু, মশিউর রহমান মিলন, ফিরোজ হোসেন, ফারুক হোসেন, মসকোট, নুর ইসলাম, আওয়ামীলীগ নেতা আমিনুল ইসলাম, যুবলীগ নেতা ফারুক খাঁন ও ইউপি সদস্য সমাজ খাঁন প্রমূখ।
ফাইনাল খেলায় শিমুলিয়ার ফাতেমা ম্যাটসকে ৫-১ গোলে হারিয়ে ছাতনীর মিলন আইটি ফার্ম জয়লাভ করে। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল দুটি’কে একজোড়া খাসি এবং ২টি ট্রফি তুলে দেন প্রধান অতিথি ইউ পি চেয়ারম্যান নাহিদ সুলতানা তৃপ্তি।সব শেষে এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত দর্শকগন সবাই উপভোগ করেন।