বঙ্গভবনে প্রেসিডেন্ট মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং নবনির্বাচিত প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিন। মঙ্গলবার বঙ্গভবন প্রেস উইংয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ সময় প্রেসিডেন্টের সহধর্মিণী বেগম রাশিদা খানম, বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানা, নবনির্বাচিত প্রেসিডেন্টের সহধর্মিণী ড. রেবেকা সুলতানা ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
এর আগে নবনির্বাচিত প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গভবনে পৌঁছালে তাদের ফুলেল শুভেচ্ছা জানান বিদায়ী প্রেসিডেন্ট আবদুল হামিদ ও তার সহধর্মিণী রাশিদা খানম। মো. সাহাবুদ্দিন পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানান বর্তমান প্রেসিডেন্ট আবদুল হামিদ। এ সময় তারা কুশল বিনিময় করেন ও পরস্পরের স্বাস্থ্যের খোঁজ-খবর নেন।