প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপ-প্রেস সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন তথ্য ক্যাডারের কর্মকর্তা নূর এলাহি মিনা। বাংলাদেশ বেতারে উপ-পরিচালক হিসেবে কাজ করছিলেন তিনি।
মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে এ নিয়োগ দেয়া হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ শাখা-১ এর উপ-সচিব আব্দুল্লাহ আরিফ মোহাম্মদ স্বাক্ষরিত ওই আদেশে বলা হয়, তাকে বদলিপূর্বক স্ববেতনে প্রেষণে নিয়োগের নিমিত্ত তার চাকরি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ন্যস্ত করা হলো।
এর আগে তিনি জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে প্রথম সচিব (প্রেস) হিসেবে দায়িত্ব পালন করেছেন। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব হিসেবেও কাজ করেছেন তিনি। নিউ ইয়র্কে অবস্থানরত সবসময় সাংবাদিকদের সাথে চমৎকার সম্পর্ক বজায় রাখতেন। এমনকি ভয়েস অব আমেরিকার কিংবদন্তী রোকেয়া হায়দার এর মত বিশিস্টজনের সাথেও সম্পর্ক বজায় রাখতেন।
গোপালগঞ্জ জেলার বাসিন্দা এই কর্মকর্তা ২৪ তম বিসিএসের মাধ্যমে ২০০৫ সালে কর্মজীবন শুরু করেন।