বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মো. সাহাবুদ্দিনকে অভিনন্দন জানাতে তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সভাপতি জাকারিয়া চৌধুরী। বুধবার রাজধানীর গুলশানে নব-নির্বাচিত রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান জাকারিয়া চৌধুরী। জাকারিয়া চৌধুরী নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে নব-নির্বাচিত রাষ্ট্রপতিকে অবহিত করেন। 

এসময় নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে বিদেশের মাটিতে দেশের সুনাম বৃদ্ধি করতে আওয়ামী নেতৃবৃন্দসহ মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন নব-নির্বাচিত রাষ্ট্রপতি। 

গত রোববার দেশের ২২তম রাষ্ট্রপতি পদে জেলা ও দায়রা জজ, দুর্নীতি দমন কমিশনের (দুদক) সাবেক কমিশনার এবং ইসলামি ব্যাংক লিমিটেডের ভাইস চেয়ারম্যান মো. সাহাবুদ্দিনকে (৭৪) মনোনয়ন দেয় ক্ষমতাসীন আওয়ামী লীগ। কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায়, সোমবার তাকে রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত ঘোষণা করে নির্বাচন কমিশন। রোববার দুপুরে নির্বাচন কমিশন কার্যালয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে সিইসি ঐ ঘোষণা দেন।সোমবার নির্বাচন কমিশন (ইসি) সচিব জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এ সংক্রান্ত  প্রজ্ঞাপন জারি করে ইসি সচিবালয়। ঐদিনই ইসলামি ব্যাংক লিমিটেডের ভাইস চেয়ারম্যান পদ থেকেও পদত্যাগ করেন তিনি।

ক্ষমতাসীন দলের মনোনীত প্রার্থীকে দেশের পরবর্তী রাষ্ট্রপতি ঘোষণা করা হয়, কারণ সংসদে প্রতিনিধিত্বকারী অন্য কোনো রাজনৈতিক দল রাষ্ট্রপতি নির্বাচনের জন্য কোনো নাম প্রস্তাব করেনি। সংবিধান অনুযায়ী, বর্তমান রাষ্ট্রপতির মেয়াদ শেষ হওয়ার ৬০ থেকে ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে।বর্তমান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের মেয়াদ শেষ হচ্ছে আগামী ২৩ এপ্রিল। পরদিন ২৪ এপ্রিল রাষ্ট্রপতি হিসেবে নব-নির্বাচিত রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের অভিষেক হওয়ার কথা রয়েছে।

facebook sharing button

twitter sharing button

messenger sharing button

copy sharing button

whatsapp sharing button

print sharing button