সুখ
ওয়াহিদুজ্জামান বকুল
চারপাশে মৌনতার অতন্ত প্রহরী,
মোহনীয় ঘ্রাণ, ঝিরিঝিরি বাতাস আর মিষ্টি বিকাল,
বুকের জমিনে নিঃশব্দ জমে থাকা সুখ,
ছড়িয়ে থাক অব্যক্ত কাব্যের মিশ্রণে,
বিশুদ্ধ আবেগ নিষ্ঠুর উত্তাপ থেকে আগলে রাখা,
বিমুগ্ধতার অংকুর ধূসর পথে ঝরে পড়ে কবিতার ফুল,
চোখে উন্মুক্ত আকাশ, সুখের স্রোতে অবগাহন,
হরিণীর মতো ছটফট করছে বেওয়ারিশ সুখ,
অনির্বচনীয় মুহূর্তে ঠিকানাবিহীন সুখের নির্বাসন।
অনুভূতির মুকুরে আঁকা জীবনের মায়াবী রং,
নিভৃত স্বপ্নে ভেসে আসে সঙ্গীতের সুর,
মৃদু বাতাসের ছোঁয়া আর মায়াবী মুগ্ধতা,
আলো-আঁধারের খেলা, সময়ের নিস্তব্ধতা,
মনের আকাশে ছড়িয়ে দেয় সুখের
গভীর তৃপ্তির স্বাদে বুঁদ হয়ে থাকা,
দূর অজানায় হারিয়ে যাওয়া সুখের আলো।
শরতের নীল আকাশের নিচে মেঘের মিতালী,
আশার আলোকে মেলে ধরে সুখের অনুপ্রেরণা,
পৃথিবীর কোলাহলে নিমগ্ন মনের প্রশান্তি,
চিরায়ত সৌন্দর্যের মাঝে খুঁজে পাওয়া শান্তি,
সুখের নিখুঁত প্রহেলিকা, অনন্তের পথে,
অজানা অনুভূতির প্রতিধ্বনি।