লং আইল্যান্ড সিটির মোজাইক আর্ট স্পেসে ১৫ মার্চ থেকে শুরু হচ্ছে শুভা রহমানের প্রথম একক চিত্রকর্মের মাসব্যাপী প্রদর্শনী
আগামী ১৫ মার্চ শুক্রবার ২০২৪ থেকে 'In Quest of Infinitely' শিরোনামে নিউইয়র্কের লং আইল্যান্ড সিটির MOSAIC art space
49-28 31st Place, Long Island City, NY 11101
- এ মাসব্যাপী শুরু হতে যাচ্ছে শিল্পী শুভা রহমান এর প্রথম একক চিত্র প্রদর্শনী। বেশ কিছু বড় আকারের ছবি স্থান পেয়েছে এই প্রদর্শনীতে। ছবিগুলো তার অতি সমসাময়িক সময়ের আঁকা।
শিল্পী পরিচিতি : শুভা রহমান
জন্ম ঢাকা, বাংলাদেশ ১৯৭০। নিউইয়র্কবাসী চিত্রশিল্পী। পেশায় স্থপতি। শিল্পকলার বিভিন্ন প্রায়োগিক ক্ষেত্রে অনেক সৃষ্টিশীল কাজের সাথে তিনি যুক্ত। একটি সময় থিয়েটারের জন্য মঞ্চ পরিকল্পনা এবং কস্টিউম ডিজাইন করেছেন। শৈশব থেকেই তিনি ছবি আঁকতে শুরু করেন। বাবা-মা'র প্রথম সন্তান তিনি। তিনি এক কন্যা সন্তানের জননী। তার ছবির মূল বিষয় প্রকৃতি। অরণ্য বৃক্ষ লতাগুল্ম আকাশ নীলিমা হ্রদ ও পর্বতমালা তার চিত্রমালার দৃশ্যপট জুড়ে থাকে। ভ্রমণ করতে পছন্দ করেন তিনি।