নিউইয়র্ক (ইউএনএ): নানা আয়োজনে পরিপূর্নভাবে বাংলাদেশ আর
দেশের শিল্প-সংস্কৃতি বিশ্ববাসীর কাছে তুলে ধরার লক্ষ্যেই নিউইয়র্কে
বাংলাদেশ ডে প্যারেড আয়োজনের উদ্যোগ নেয়া হয়েছে। আগামী ২৬
মে রোববার জ্যাকসন হাইটসের ৬৯-৮৭ স্ট্রীট এবং ৩৭ এভিনিই এলাকায়
এই প্যারেড অনুষ্ঠিত হবে। প্যারেডের আয়োজক হচ্ছে ওয়ার্ল্ড হিউম্যান
রাইটস ডেভলপমেন্ট ইউএসএ ইনক। প্যারেড অনুষ্ঠানে বাংলাদেশ
সোসাইটি সহ কমিউনিটির অন্যান্য সংগঠন সার্বিক
সহযোগিতার আশ্বাস দিয়েছে। চলছে প্যারেড আয়োজনের প্রস্তুতি।
এই আয়োজন সফল করতে কমিউনিটির সকলেল সার্বিক সহযোগিতা
কামনা করা হয়য়েছে। এক সংবাদ সম্মেলন ও মতবিনিময় সভায় এসব তথ্য
জানানো হয়।
জ্যাকসন হাইটসের একটি মিলনায়তনে গত ১৫ এপ্রিল সোমবার
সন্ধ্যায় আয়োজিত এক সংবাদ সম্মেলন ও মতবিনিময় সভায় বাংলাদেশ
প্যারেড আয়োজক সংগঠন ও কমিটর কর্মর্তারা উপরোক্ত তথ্য জানান।
সংবাদ সম্মেলনে আয়োজক সংগঠনের সভাপতি শাহ শহীদুল হক ও
সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান এবং প্যারেড
আয়োজক কমিটির আহবায়ক লায়ন শাহ নেওয়াজ ও সদস্য সচিব তরিকুল 
সোসাইন বাদল সহ আখতার হোসেন, সৈয়দ ফারুক, জাহাঙ্গীর আলম জয়
এবং সোসাইটির সাধারণ সম্পাদক রুহুল আমীন সিদ্দিকী সহ বক্তব্য
রাখেন।
সংবাদ সম্মেলনে জানানো হয় যে, বাংলাদেশ ডে প্যারেড অনুষ্ঠানের
কর্মকান্ডের মধ্যে থাকবে বর্ণাঢ্য র‌্যালী, শত শিল্পীর কন্ঠে গান, লাইফ
ব্যান্ড সঙ্গীত, নৃত্য, দেশের মৃৎশিল্প, তাঁতশিল্প, গার্মেন্টস, জাতীয় ফুল- 

ফল ও দেশীয় ঐতিহ্যের স্মারক প্রদর্শন। সকাল ১১টা থেকে বেলা ৩টা
পর্যন্ত ডে প্যারেডের কর্মকান্ড চলবে।
সংবাদ সম্মেলনের শুরুতে লিখিত বক্তব্যে বিস্তারিত তুলে ধরেন বাংলাদেশ
প্যারেড আয়োজক কমিটির আহবায়ক লায়ন শাহ নেওয়াজ। তিনি ভারতীয়
উপমহাদেশের বিভিন্ন রাজার আমল ও পলাশীর প্রান্তরে বাংলার স্বাধীনতা
হারানো সহ স্বাধীন বাংলাদেশের অতীত ইতিহাস-ঐতিহ্য সংক্ষেপে তুলে
ধরে বলেন, বাংলাদেশ আজ সফল একটি দেশ। বলেন, আমরা সকল সীমা
অতিক্রম করে স্যাটেলাইট, সাবমেরিন, পদ্মা সেতু, মেট্রোরেল, টানেল,
নোবেল পুরষ্কার, বড় সমুদ্র সৈকত প্রভৃতি অর্জন করেছি। তিনি
বলেন, বাংলাদেশ ডে প্যারেড আয়োজনের মধ্য দিয়ে আমরা আমাদের
বাংলাদেশকে সবাইকে জানিয়ে দিতে চাই।
লায়ন শাহ নেওয়াজ বলেন, প্রায় দুই বছর আগে বাংলাদেশ ডে প্যারেড
আয়োজনের কর্মসূচী নিয়ে আলোচনা শুরু হয়। গত ১৩ জানুয়ারী
স্থানীয় পুলিশ প্রিসেক্ট-এর কর্মকর্তা ও কমিউনিটি নেতৃবৃন্দের 
নিয়ে প্যারেড আয়োজন বিষয়ে মতবিনিময় হয়। পরবর্তীতে গত
এপ্রিল মাসে জেবিবিএ’র দুই গ্রæপের নেতৃবৃন্দ নিয়েও এক
সংবাদ সম্মেলন হয়। সবমিলিয়ে আগামী ২৬ মে রোববার বাংলাদেশ ডে
প্যারেড আয়োজনের চুড়ান্ত সিদ্ধান্ত হয়েছে।
এক প্রশ্নের উত্তরে প্যারেড আয়োজক কমিটির র্ককর্তারা বলেন,
কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গের পৃষ্ঠপোষকতায় এই অনুষ্ঠানের ব্যয়
নির্ধারন তরা হবে। তবে এখনো ব্যয়ের পরিমান নির্ধারন করা হয়নি। অপর
এক প্রশ্নের উত্তরে তারা জানান, অতিথি হিসেবে দেশের খ্যাতিমান
ক্রিকেট তারকা সহ বিশিষ্ট ব্যক্তিদেরকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো
হবে।