জগন্নাথ, জন্ম, ধর্ম, সিলোজিজম, ও অনুপপত্তি !(ক) যেহেতু আমার জন্মভিটা ২৩ নং কাশীনাথ রোড;

(খ) যেহেতু ২৩ নং কাশীনাথ রোড-এ না জন্মে আমি আমার পাড়ার অন্য যে কোনো বাসাতে, অন্য যে কোনো পরিবারে জন্মালে আমি অবশ্যই হিন্দু হতাম, আমার নাম হতে পারতো জগন্নাথ;(গ) যেহেতু আমার পাড়ার, কিংবা শহরের কেউই আমার জানামতে বুঝে-শুনে-জেনে হিন্দু থেকে ধর্মান্তরিত হয়ে মুসলমান হয়নি, তাই আমিও হিন্দু থেকে মুসলমান না হয়ে হিন্দু জগন্নাথই থেকে যেতাম, এবং দূর্গাপূজাসহ অন্যান্য হিন্দু ধর্মীয় আচার-অর্চনা করতাম।

(ঘ) সেহেতু, (১) অবশ্যই বাংলাদেশের অন্যান্য হিন্দুদের মতো নির্যাতনের শিকার হতাম, (২) বাংলাদেশের হিন্দুদের দুঃখ-দর্দশার কথা বুঝতে পারতাম।এখানে অনুপপত্তিটা হলো- বস্তুতপক্ষে, মানুষ প্রকৃত মানুষ হলে অপর যে কোনো মানুষের দুঃখ-দুর্দশার কথা বুঝতে পারে।দৃশ্যপট বাংলাদেশ- হাজার হাজার মাইল দূরের প্যালেস্টাইনের মানুষের দুঃখে বাংলার যে মুসলমান অশ্রুসিক্ত হয়, ঘরের পাশের হিন্দু মানুষকে সেই মুসলমান নির্যাতন করে, কিংবা চুপচাপ নির্যাতিত হতে দেখে, মোটেও অশ্রুসিক্ত হয়না।

'তাহলে কি ইহারা মানুষ নহে?'

(পুনশ্চ: কথাগুলো আমার নয়, যুক্তিবিজ্ঞানের, তবে ছবিগুলো আর কারও নয়, আমার তোলা)