নিউইয়র্ক (ইউএনএ): বাংলাদেশ একাডেমী অব ফাইন আর্টস
(বাফা) প্রথমবারের মতো শরৎ উৎসব আয়োজন করছে। গত ৫ অক্টোবর
বৃহস্পতিবার সন্ধ্যায় নিউইয়র্কের জ্যামাইকার আর্ট সেন্টারে
আয়োজিত এই উৎসবে বাফা’র শিল্পীরা অংশ নেন। উল্লেখ্য, বাফা ব্রঙ্কস
পেরিয়ে জ্যামাইকায় নতুন শাখা খুলেছে। এই শাখার শিক্ষার্থীদের
নিয়েই শরৎ উৎসব আয়োজন করা হয়। অনুষ্ঠানের নাচ, গান, আর
কবিতায় ফুটে উঠে বাংলাদেশের শরৎকাল। ঘরোয়াভাবে আয়োজিত
অনুষ্ঠানটি উপভোগ করেন কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ আর
অভিভাবকরা।
ভারতের বিশিষ্ট তবলা বাদক অভিজিৎ কাস্ত এবং নিউইয়র্কের জনপ্রিয়
পার্কার্শনিস্ট শহীদুল ইসলাম এর অনবদ্য তালবাদ্য আর প্রতিশ্রুতিশীল
শিল্পীদের কাব্য নৃত্য গানে জমে উঠে শরৎকালীন উৎসব। অনুষ্ঠানের মূল
পরিকল্পনা এবং সঙ্গীত নির্দেশকের দায়িত্বে ছিলেন তানভীর তমাল।
হারমোনিয়াম, গীটার বাদন এবং নৃত্য নির্দেশনার ছিলেন
প্রতিষ্ঠানের প্রশিক্ষক যথাক্রমে শম্পা রহমান, আফতাবুজ্জামান স্পন্দন
এবং রাসেল আহমেদ। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন গোলাম মোস্তফা।
দলীয়ভাবে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শেষ হয় শরৎ উৎসব।
অনুষ্ঠানে আগত অভিভাবকগণ প্রবাসে বাংলা ভাষা আর শিল্প-সংস্কৃতির
বিকাশে বাফা অগ্রনী ভ‚মিকা পালন করছেন বলেও মন্তব্য করেন।
বাফা’র কর্মকতারা বলেন, নিউইয়র্কে বাংলাদেশী কমিউনিটির
প্রসারের সাথে সাথে বাড়ছে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন। মূলত:
আমেরিকায় বেড়ে উঠা বাংলাদেশী বংশোদ্ভুত নতুন প্রজন্মের মাঝে
বাংলা ভাষা আর শিল্প-সংস্কৃতি তুলে ধারাই বাফা’র কাজ। সেই লক্ষ্যেই
ব্রঙ্কস পেরিয়ে জ্যামাইকা তথা কুইন্সে প্রতিষ্ঠা করা হয়েছে বাফা’র
নতুন শাখা। সপ্তাহের প্রতি বৃহস্পতিবার জ্যামাইকা সেন্টার ফর
আর্টস এন্ড লার্নিং-এ চলছে জ্যামাইকা শাখার ক্লাশ।বাফা’র সভাপতি ফরিদা ইয়াসমীন জানান, বিগত ৭ মাসের প্রশিক্ষণ
শেষে শিক্ষার্থীদের এই শরৎ উৎসবেই ছিল প্রথম পার্ফরমেন্স বা
পরিবেশনা। তিনি অনুষ্ঠানে উপস্থিত সকলকে শুভেচ্ছা, ধন্যবাদ আর
কৃতজ্ঞতা জানিন এবং বাফা’র কর্মকান্ড এগিয়ে নিতে সবার
সার্বিক সহযোগিতা কামনা করেন।
জ্যামাইকায় বাংলাদেশ একাডেমী অব ফাইন আর্টস- বাফা’র শরৎ উৎসব অনুষ্ঠিত
প্রকাশিত: ২৩ এপ্রিল, ২০২৫, ০৮:৫১ পিএম

প্রবাস রিলেটেড নিউজ

কুমিল্লা সমিতি যুক্তরাষ্ট ইনক এর স্মরণকালের বৃহত্তম বনভোজন ২০২৩

ক্যাপ্টেন এ কে এম প্রিন্স আলম ১০৪ পুলিশ প্রিসেন্টের নতুন এক্সিকিউটিভ অফিসার

জ্যামাইকা বাংলাদেশ এসোসিয়েশনের উদ্যোগে এনওয়াইপিডি’র পদন্নোতিপ্রাপ্ত তিন পুলিশ অফিসারকে সংবর্ধনা

অব্যবস্থাপনার বাঙালিয়ানায় ভরা ছিল ৪৩তম বঙ্গ সম্মেলন

বর্নাঢ্য আয়োজন আর উৎসব মুখর পরিবেশে বিপা’র ৪দিনের ৩০বর্ষপূতি উৎসব

নিউ ইয়র্কের মঞ্চে মূর্ত হলেন হাছন জানের রাজা
.jpeg)
জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে বাংলা নববর্ষ উদ্যাপন

সুরের মূর্ছনায় নিউ ইর্য়কবাসী উপভোগ করলো মনোরোম সন্ধ্যা