বাংলাদেশ থেকে ১৯৯৭ সালে এসএসসি এবং ১৯৯৯ সালে এইচ এস সি পাশ করে আশা ছাত্র ছাত্রীদের ফেইসবুক ভিত্তিক গ্রুপ সংগঠন ইউএসএ ৯৭-৯৯ এর ইফতার পার্টি অনুষ্ঠিত হলো নিউ ইয়র্কের কুইন্সের সাগর চাইনিস রেস্তোরায় গত ১০ ই এপ্রিল। এতে অংশগ্রহণ করেন ফেইসবুক ভিত্তিক গ্রুপটির সদস্যরা ও তাদের পরিবার। সংগঠনটির অ্যাডমিন শামস শাহরিয়ার এর বক্তব্য এর মধ্যে দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়। ক্রমান্বয়ে বক্তব্য রাখেন অ্যাডমিন জামিল সরোয়ার জনি এবং অ্যাডমিন কাজী সজীব। ইফতার পার্টিতে অংশগ্রহণ করেন বিভিন্ন স্টেট থেকে আসা অসংখশিক্ষার্থী এবং তাদের পরিবার। পুরো আয়োজন জুড়েই ছিল দেশীয় আমেজ। দুয়া এবং মোনাজাত পরিচালনা করেন মোহাম্মদ আলম । অনেকদিন পর একে অন্যকে পেয়ে বন্ধুরা মেতে উঠেন গল্প আর আড্ডায়। ইফতার এবং মাগরিব এর নামাজ এর বিরতির পর ডিনার পরিবেশন করা হয় এবং পুরো আয়োজন জুড়েই ছিল সম্প্রীতি এবং সৌহার্দের মেলবন্ধন।
উপস্থিত ছিলেন ইউএসএ ৯৭-৯৯ মেম্বার রাবু কেয়া, জোবায়ের জাহিদ, ফাহমিনা চিস্তি, সরদার হাসান, ইফাত জাহান, তানজিনা রিয়া, সুবরিনা শুম, সোহাগ খন্দকার, জুন্নাহ উমর, গালিব সরকার, নাহিদা আক্তার, রোমানা আশরাফ, মো. মঈনুল, জাকিফ উদ্দিন, শাকিব উদ্দিন, মো. সাহারুক রিক, শোভন , তপু, তাহমিনা খাতুন, আনোয়ার হোসেন, হারুন অর রশিদ, সুমন মোদক, ইকবাল হক, নয়ন হোসেন, মেরিনা আহমেদ, তাসনুভা যুথি, পৃথিবী আক্তার, মাফরুহা শারমিন, বিল্লাল উদ্দিন, সোনিয়া, মাফরুহা, হারুন অর রশিদ, মনি এবং আরো অনেকে।
২০১৮ সালে গড়ে উঠা ইউএসএ ৯৭/৯৯ এর বর্তমান সদস্য সংখ্যা প্রায় চার শতাধিক। সংগঠনটি দেশে দুস্থ মানুষের সেবা এবং বিদেশে সেবা মূলক কার্যক্রম ছাড়া প্রতিবছর বার্ষিক বনভোজন, ইফতার, ঈদ পুনর্মিলনী, বার বি কিউ সহ বিভিন্ন অনুষ্ঠান এর আয়োজন করে থাকেন তা টেলিফোনে জানায় অ্যাডমিন তানভীর আতাহারী । সংগঠনটি ধীরে ধীরে পুরো ইউএসএ জুড়ে পূর্ণতা লাভ করছে।