আন্তর্জাতিক: প্রকাশিত: ২৭ এপ্রিল, ২০২৫, ০৪:০০ পিএম
চীনের দক্ষিণাঞ্চলের পানি উত্তরাঞ্চলে সরবরাহ প্রকল্পের পূর্ব লাইন ও মধ্য লাইনের প্রথম পর্যায়ের প্রকল্প মোট ৭৬.৫ বিলিয়ন ঘনমিটার পানি সরবরাহ করেছে, ১১.২ বিলিয়ন ঘনমিটার পানি প্রকৃতিতে ফিরিয়ে দেওয়া হয়েছে, যা এর বরাবর ৪৫টি বড় ও মাঝারি আকারের শহরের অর্থনৈতিকও সামাজিক উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ জল সম্পদের নিশ্চয়তা প্রদান করেছে। এ থেকে ১৮৫ মিলিয়নেরও বেশি মানুষ সরাসরি উপকৃত হয়েছে। গত (শনিবার) অনুষ্ঠিত দ্বিতীয় জাতীয় পানি নেটওয়ার্ক ও দক্ষিণাঞ্চলের পানি উত্তরাঞ্চলে সরবরাহ প্রকল্প ফোরামে এ তথ্য প্রকাশ করা হয়।
পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রধান পরিকল্পনাকারী উ ওয়েন ছিং বলেন, দক্ষিণাঞ্চলের পানি উত্তরাঞ্চলে সরবরাহ প্রকল্প হল চীনের পানি নেটওয়ার্ক নির্মাণের প্রধান কাঠামো। জল সম্পদ, জল বাস্তুবিদ্যা, জল পরিবেশ, জল বিপর্যয় ইত্যাদি বিষয় সমন্বয় ও সমাধান করার পাশাপাশি বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত উদ্ভাবন জোরদার করতে হয়, যাতে পানি নেটওয়ার্কের নির্মাণের জন্য শক্তিশালী প্রযুক্তিগত সমর্থন দিতে পারে।
দক্ষিণাঞ্চলের পানি উত্তরাঞ্চলে সরবরাহ প্রকল্পের ফলো-আপ নির্মাণ বিষয়ে প্রকল্পের চেয়ারম্যান ওয়াং আন নান বলেন, এখন মধ্য লাইন ও পশ্চিম লাইনের নির্মাণ কাজ সুষ্ঠুভাবে চলছে, ভবিষ্যতে এই প্রকল্পের নিরাপত্তা, পানি সরবরাহ নিরাপত্তা, পানি গুণমানের নিরাপাত্তা অব্যাহত উন্নত করা হবে।
তাছাড়া জলসেচ অবকাঠামো নির্মাণ দ্রুত উন্নয়ন করা হচ্ছে। চলতি বছরে ৩৮টি নতুন জলসেচ স্থাপনার নির্মাণ শুরু হয়েছে। প্রথম ১০ মাসে জলসেচ নির্মাণের বিনিয়োগ ১০৮৮.৮৫ বিলিয়ন ইউয়ানে পৌঁছেছে, যা আগের বছরের একই সময়ের চেয়ে ১১.৭ শতাংশ বৃদ্ধি পায়। চলতি বছর জলসেচ নির্মাণ বিনিয়োগ নতুন রেকর্ড সৃষ্টি করা হবে বলে আশা করা হচ্ছে।
সূত্র: তুহিনা, চায়না মিডিয়া গ্রুপ।