NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৮, ২০২৫ | ১৫ বৈশাখ ১৪৩২
Logo
logo

ট্রাম্পের বাড়িতে কেন ঘুরছে রোবট কুকুর?


খবর   প্রকাশিত:  ২৮ এপ্রিল, ২০২৫, ১২:১৫ এএম

ট্রাম্পের বাড়িতে কেন ঘুরছে রোবট কুকুর?

ট্রাম্পের বাড়িতে কেন ঘুরছে রোবট কুকুর?  হঠাৎ করেই ডোনাল্ড ট্রাম্পের বাড়ির আঙিনায় রোবট কুকুরকে ঘোরাফেরা করতে দেখা গেছে। ফ্লোরিডার পাম বিচে অবস্থিত ‘মার-এ-লাগো’ বাসভবনে বর্তমানে থাকছেন ট্রাম্প। প্রেসিডেন্ট হওয়ার পরই ট্রাম্পের বাসভবনে নিরাপত্তা জোরদার করা হয়েছে।   আর সেকারণেই মার্কিন গোয়েন্দা সংস্থা ট্রাম্পের বাড়ির আঙিনায় রোবট কুকুরের পাহার বসিয়েছে। বোস্টন ডায়নামিকসের তৈরি করা রোবট কুকুর ট্রাম্পের বাড়ির আঙিনায় পাহারা দিচ্ছে।

 রোবট কুকুরের ট্রাম্পের বাড়ির আঙিনা পাহারা দেয়ার ভিডিও প্রকাশ করেছে মার্কিন গণমাধ্যম নিউইয়র্ক পোস্ট। রোবটির গায়ে লেখা ‘ডু নট পেট’।  বোস্টন ডায়নামিকসের তথ্যমতে, ধাতব চার পা-েযুক্ত রোবটটি সহজেই উঁচু-নিচু পথে চলতে পারে। উন্নত নজরদারি প্রযুক্তি থাকায় রোবট কুকুরটির মাধ্যমে সহজেই বিভিন্ন স্থাপনা পাহারা দেওয়া সম্ভব। তবে ট্রাম্পের বাড়ির আঙিনায় থাকা রোবটটির প্রযুক্তিগত দক্ষতা সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য জানা যায়নি।