NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৮, ২০২৫ | ১৫ বৈশাখ ১৪৩২
Logo
logo

সিএমজি আন্ত:দেশীয় মিডিয়া সহযোগিতাকে সমৃদ্ধ করছে


আন্তর্জাতিক: প্রকাশিত:  ২৮ এপ্রিল, ২০২৫, ০১:৩৯ এএম

সিএমজি আন্ত:দেশীয় মিডিয়া সহযোগিতাকে সমৃদ্ধ করছে

 

 


৮ই নভেম্বর শুক্রবার চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি) এবং চীনের কুয়াংসি চুয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলের স্থানীয় সরকারের যৌথ উদ্যোগে, ‘আসিয়ান অংশীদার, ২০২৪’ শীর্ষক মিডিয়া সহযোগিতা সপ্তাহ কুয়াংসির কুইলিনে শুরু হয়েছে। 

উদ্বোধনী অনুষ্ঠানে থাই সংস্কৃতিমন্ত্রী সুদারওয়ান ওয়াংসুপাজিকোসং একটি ভিডিও-ভাষণ দেন। সিএমজি’র উপ-প্রধান সম্পাদক ফান ইয়ুন, চীনা কমিউনিস্ট পার্টি (সিপিসি)-র কুয়াংসি চুয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলের দলীয় কমিটির স্থায়ী কমিটি ও প্রচার বিভাগের প্রধান ছেন ই চুন, কম্বোডিয়ার তথ্য মন্ত্রণালয়ের রাষ্ট্রীয় সচিব কেন গুনাওয়া, মিয়ানমারের উপ-প্রচারমন্ত্রী, কুইলিন শহরের পৌর পার্টি কমিটির উপ-সচিব ও মেয়র লি ছু এবারের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন এবং বক্তব্য দেন। 

অনুষ্ঠানে ফান বলেন, মানবিক বিনিময় হচ্ছে চীন ও  আসিয়ানের ভবিষ্যতের সম্পর্ক এবং পারস্পরিক সমঝোতার একটি গভীর ভিত্তি। চলতি বছর, চীন-আসিয়ান মানবিক বিনিময় বর্ষে, সিএমজি ও কুয়াং সি চুয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলের ঘনিষ্ঠ সহযোগিতায়, ‘আসিয়ান অংশীদার, ২০২৪’ শীর্ষক মিডিয়া 
সপ্তাহ আয়োজনের মাধ্যমে, আসিয়ানের বিভিন্ন মহলের বন্ধুদের সঙ্গে সহযোগিতার বন্ধন আরও জোরদার হবে। সিএমজি’র ৮০টি ভাষা-বিভাগের সুবিধা কাজে লাগিয়ে, চীন-আসিয়ান বন্ধুত্বের গল্প আরও ভালোভাবে ছড়িয়ে দেওয়া হবে। 


অনুষ্ঠানে ছেন ই চুন বলেন, চীন-আসিয়ান বিনিময় ও সহযোগিতা চালানোর সেতু হিসেবে, মিডিয়া গুরুত্বপূর্ণ ও অনন্য ভূমিকা পালন করে থাকে। এবারের মিডিয়া সহযোগিতা সপ্তাহের সুযোগে, কুয়াং সির কণ্ঠ আরও ভালোভাবে শোনা যাবে। 
থাই সংস্কৃতিমন্ত্রী বলেন, সাম্প্রতিক বছরগুলোতে কম্বোডিয়া জাতীয় বেতার ও সিএমজি’র যৌথ প্রচেষ্টায়, প্রতিদিন ১৮ ঘন্টার অনুষ্ঠান প্রচার হচ্ছে।

এটি আন্তঃদেশীয় মিডিয়া সহযোগিতাকে সমৃদ্ধ করেছে। এবারের মিডিয়া সহযোগিতা সপ্তাহ, আসিয়ান ও চীনের মধ্যে মিডিয়া খাতে সহযোগিতা আরও এগিয়ে যাবে বলে আশা করা যায়।

সূত্র: ওয়াং হাইমান-আলিম-ছাই,চায়না মিডিয়া গ্রুপ।