NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৮, ২০২৫ | ১৫ বৈশাখ ১৪৩২
Logo
logo

বগুড়ার,আদমদীঘিতে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত


খবর   প্রকাশিত:  ২৭ এপ্রিল, ২০২৫, ১১:৫৩ পিএম

বগুড়ার,আদমদীঘিতে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

এম আব্দুর রাজ্জাক,বগুড়া থেকে : বগুড়ার, আদমদীঘি উপজেলা প্রশাসন আয়োজিত সভাকক্ষে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তি, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিকসহ সুধিজনদের সাথে এক মতবিনিময় সভায় অনুষ্ঠিত হয়েছে।(১৭ অক্টোবর, বৃহস্পতিবার) দুপুরে উপজেলার সভাকক্ষে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বগুড়া জেলা প্রশাসক হোসনা আফরোজ।আদমদীঘি উপজেলা নির্বাহি অফিসার রুমানা আফরোজের সভাপতিত্বে ও সহকারি কমিশনার (ভুমি) মাহমুদা সুলতানার সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, সিনিয়র সহকারি পুলিশ সুপার বি-সার্কেল নাজরান রউফ, থানা অফিসার ইনচার্জ (ওসি ) মোস্তাফিজুর রহমান,উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল মহিত তালুকদার, জামায়াতের সাবেক আমির হাফেজ আতোয়ার হোসেন, সাবেক মেয়র তোফাজ্জল হোসেন, উপজেলা কৃষি অফিসার মিঠু চন্দ্র অধিকারি, অধ্যক্ষ মশিউর রহমান, আদমদীঘি প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাফিজার রহমান, সাবেক কমান্ডার আব্দুল হামিদ,ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা প্রমুখ।পরে প্রধান অতিথি ১০ জন প্রতিবন্ধীকে ১০টি হুইল চেয়ার ও ১০জন নারী সুবিধাভোগিদের মাঝে ১০টি সেলাই মেশিন প্রদান করেন।এছাড়া জেলা প্রশাসক দিন ব্যাপি উপজেলার বিভিন্ন সরকারি দপ্তর পরিদর্শন করেন। এর মধ্যে ছিল উপজেলা পরিষদ অডিটরিয়ামের রেনোভেশন  ও ডিজিটালাইজেশন কাজের শুভ উদ্বোধন করেন, সান্তাহার পৌরসভা পরিদর্শন করেন, এছাড়াও ০১ নং ছাতিয়ানগ্রাম ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন এবং জনগণের সেবা সম্পর্কে তথ্য নেন ও বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন এবং ভূমি অফিসের বিভিন্ন কাজের অগ্রগতি এবং ভূমি সেবা সম্পর্কে খোঁজখবর নেন, এছাড়াও আশ্রয় প্রকল্প পরিদর্শন ও প্রকল্পের উপকার ভোগীদের মাঝে কম্বল বিতরণ করেন।