NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৮, ২০২৫ | ১৫ বৈশাখ ১৪৩২
Logo
logo

ত্রিদেশীয় অর্থনৈতিক করিডোর নির্মাণ কাজ এগিয়ে নিতে সম্মতি


আন্তর্জাতিক: প্রকাশিত:  ২৮ এপ্রিল, ২০২৫, ০১:৩৯ এএম

ত্রিদেশীয় অর্থনৈতিক করিডোর নির্মাণ কাজ এগিয়ে নিতে সম্মতি

 

গত ১৬ই অক্টোবর ইসলামাবাদে শাংহাই সহযোগিতা সংস্থা (এসসিও)-র সদস্যদেশগুলোর সরকার-প্রধানদের কাউন্সিলের (প্রধানমন্ত্রীদের) ২৩তম সম্মেলনের অবকাশে, চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং, রুশ প্রধানমন্ত্রী মিশুস্টিন এবং মঙ্গোলীয় প্রধানমন্ত্রীর মধ্যে একটি ত্রিপক্ষীয় বৈঠক গত বুধবার অনুষ্ঠিত হয়।


বৈঠকে লি ছিয়াং বলেন, তিনটি দেশের শীর্ষ নেতৃবৃন্দের কৌশলগত নেতৃত্বে, চীন, রাশিয়া ও মঙ্গোলিয়ার মধ্যে সহযোগিতা সামষ্টিকভাবে স্থিতিশীল ও সুষ্ঠু উন্নয়নের প্রবণতা অব্যাহত আছে। 

রাশিয়া ও মঙ্গোলিয়ার সঙ্গে তিন দেশের শীর্ষ নেতৃবৃন্দের মতৈক্য কাজে লাগিয়ে, ত্রিপক্ষীয় সহযোগিতার একটি মধ্যমেয়াদী রোডম্যাপ প্রণয়ন ও বাস্তবায়ন করতে চীন ইচ্ছুক। আর এর লক্ষ্য হবে, চীন, রাশিয়া ও মঙ্গোলিয়ার অর্থনৈতিক করিডোরসহ গুরুত্বপূর্ণ সহযোগিতামূলক প্রকল্পসমূহ  বাস্তবায়ন করা। 

বৈঠকে রাশিয়া ও মঙ্গোলিয়ার প্রধানমন্ত্রীদ্বয় বলেন, চীনের সঙ্গে হাতে হাতে রেখে, ইউরেশিয়ার অর্থনৈতিক ইউনিয়ন জোরদার করতে, ‘তৃণভূমি পথ’ উন্নয়ন কৌশল ও ‘বেল্ড অ্যান্ড রোড ইনিশিয়েটিভ’ সংযুক্ত করতে,  এবং চীন, মঙ্গোলিয়া ও রাশিয়ার অর্থনৈতিক করিডোর নির্মাণকাজকে এগিয়ে নিতে ইচ্ছুক তাদের দুই দেশ।


সূত্র: ওয়াং হাইমান-আলিম-ছাই, চায়না মিডিয়া গ্রুপ।