আন্তর্জাতিক: প্রকাশিত: ২৮ এপ্রিল, ২০২৫, ০৯:৪১ এএম
১৪ই অক্টোবর (রোববার) হ্যানয়ে চীন ও ভিয়েতনামের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় চীনা প্রধানমন্ত্রী লি ছিয়াং ও ভিয়েতনামের প্রধানমন্ত্রী ফাম মিন চিন উপস্থিত ছিলেন।
সভায় চীনা প্রধানমন্ত্রী বলেন, দু’দেশের উন্নয়ন-কৌশল সংযুক্তির কাজ জোরদার হচ্ছে এবং আর্থ-বাণিজ্যিক সহযোগিতা বাড়ছে। এ অবস্থায়, দু’দেশের শিল্পপতিরা পারস্পরিক সহযোগিতা জোরদার করবেন বলে আশা করা যায়।
ফাম মিন চিন বলেন, ভিয়েতনাম পারস্পরিক কল্যাণ ও জয়-জয় ভিত্তিতে, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সহযোগিতার মান উন্নয়নে চীনের সাথে যৌথভাবে কাজ করে যেতে আগ্রহী। চীনা প্রতিষ্ঠানগুলোকে ভিয়েতনামে বিনিয়োগ বাড়ানোর আহ্বানও জানান তিনি।
সূত্র: ছাই-আলিম-ওয়াং হাইমান,চায়না মিডিয়া গ্রুপ।