NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২৯, ২০২৫ | ১৫ বৈশাখ ১৪৩২
Logo
logo

বার্ষিক উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে জোর দিয়েছেন চীনা প্রধানমন্ত্রী লি ছিয়াং


আন্তর্জাতিক: প্রকাশিত:  ২৮ এপ্রিল, ২০২৫, ০৯:৪১ এএম

বার্ষিক উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে জোর দিয়েছেন চীনা প্রধানমন্ত্রী লি ছিয়াং

 

চলতি বছর চীনের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের জন্য কেন্দ্রীয় কর্তৃপক্ষের নীতি ও ব্যবস্থা বাস্তবায়নে প্রচেষ্টা চালানোর ওপর জোর দিয়েছেন চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং। চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর সাম্প্রতিক বৈঠকে ক্রমবর্ধমান নীতি বাস্তবায়নের যে ব্যবস্থা প্রণীত হয়, রোববার সেই সংক্রান্ত একটি নির্বাহী সভায় সভাপতিত্ব করার সময় লি এই মন্তব্য করেন।

বৈঠকে বলা হয়, সামষ্টিক নীতিমালা ও বিধিনিষেধ কার্যকরভাবে বাস্তবায়নের জন্য পদক্ষেপ নেওয়া উচিত। সেইসঙ্গে বিভিন্ন নীতির মধ্যে সমন্বয় এবং অর্থনৈতিক ক্রিয়াকলাপের সমস্যাগুলোও মোকাবিলা করতে হবে।

চীনের ১৪তম পঞ্চবার্ষিক পরিকল্পনায় তালিকাভুক্ত ১০২টি মূল প্রকল্পের বাস্তবায়ন ত্বরান্বিত করার ব্যবস্থা নেওয়া হয় বৈঠকে।
এ ছাড়া, বৈঠকে অন্তর্ভুক্তিমূলক শিশু-যত্ন সংক্রান্ত পরিষেবা ব্যবস্থার নির্মাণ উন্নীত করার পাশাপাশি মেধাস্বত্ত্ব নিয়ে চীনের সক্ষমতা বৃদ্ধির অগ্রগতির বিষয়ে একটি প্রতিবেদন উপস্থাপন করা হয়।

বিজ্ঞান ও প্রযুক্তি জনপ্রিয়করণ এবং অন্যায্য প্রতিযোগিতার বিরুদ্ধে আইনের খসড়া সংশোধনগুলো নিয়ে সভায় আলোচনা করা হয়েছে এবং পরবর্তী আলোচনার জন্য জাতীয় গণকংগ্রেসের স্থায়ী কমিটিতে জমা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

সূত্র:ফয়সল-শান্তা, চায়না মিডিয়া গ্রুপ।