মোহাম্মদ আবদুল্লাহ প্রকাশিত: ২৮ এপ্রিল, ২০২৫, ০৭:৪৭ এএম
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার নিশ্চিন্তপুরে উচ্চ ক্ষমতা সম্পন্ন বৈদ্যুতিক পোল থেকে বিদ্যুতায়িত হয়ে আহত মাদ্রাসা ছাত্র তাসলিম উদ্দিন (২৩) মারা গেছেন। ই রোববার (২৯ সেপ্টেম্বর) সকালে সাড়ে ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এর আগে রাতে অবস্থার অবনতি হলে ছেলেকে লাইফ সাপোর্টে নেয়া হয়। সকালে মারা যান তিনি। নিহত তাসলিম উদ্দিন জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়া গ্রামের মীরপাড়া নিবাসী সেনেরহুদা জান্নাতুল খাদরা দাখিল মাদরাসার সহকারী শিক্ষক রকিব উদ্দিনের ছেলে। তিনি খুলনার দারুল কুরআন সিদ্দিকীয়া কামিল মাদরাসার শিক্ষার্থী ফাজিল ২য় বর্ষের ছাত্র। তিন ভাইবোনের মধ্যে তাসলিম উদ্দিন ছিলেন সবার বড়।