NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, মে ৩, ২০২৫ | ১৯ বৈশাখ ১৪৩২
Logo
logo

ছুংছিং ডিজিটাল শহর পরিচালনা সেন্টার পরিদর্শন করলেন সি চিন পিং


খবর   প্রকাশিত:  ২৯ এপ্রিল, ২০২৫, ০৩:১২ পিএম

ছুংছিং ডিজিটাল শহর পরিচালনা সেন্টার পরিদর্শন করলেন সি চিন পিং

 

চীনের প্রেসিডেন্ট সি চিন পিং বলেছেন, দেশে সংস্কার ও উন্মুক্তকরণ প্রক্রিয়াকে আরও বেগবান ও সম্প্রসারণ করতে হবে। তিনি সোমবার থেকে বুধবার পর্যন্ত ছুংছিং শহর পরিদর্শনকালে এ কথা বলেন। তিনি বলেন, চীনের বৈশিষ্ট্যময় আধুনিকায়নের ‘ছুংছিং অধ্যায়’ রচনা করতে হবে। 

সোমবার বিকেলে, সি চিন পিং প্রথমে ছুংছিং ইন্টারন্যাশনাল লজিস্টিক হাব পার্ক পরিদর্শন করেন। সেখানে তিনি জোর দিয়ে বলেন, পশ্চিমাঞ্চলে নতুন স্থল-সমুদ্র করিডোর নির্মাণ, "স্থল ও সমুদ্রের মধ্যে আন্তঃসংযোগ এবং পূর্ব ও পশ্চিমের মধ্যে পারস্পরিক সহায়তা" শীর্ষক উন্মুক্ত প্যাটার্ন গঠনে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সংশ্লিষ্ট সকল পক্ষকে এই প্রকল্পটি ভালোভাবে নির্মাণ ও পরিচালনা করতে এবং পশ্চিম ও অভ্যন্তরীণ অঞ্চলে উচ্চ-স্তরের উন্মুক্তকরণের জন্য একসাথে কাজ করতে হবে। লজিস্টিক পার্কগুলোর সক্রিয়ভাবে উন্নত প্রযুক্তি ব্যবহার করা উচিত এবং বৈজ্ঞানিক ব্যবস্থাপনার স্তর উন্নত করা ও একটি আধুনিক লজিস্টিক সিস্টেম তৈরিতে আরও বেশি ভূমিকা পালন করা উচিত।

পরে, সি চিন পিং ছুংছিং রেলওয়ে কনটেইনার সেন্টার স্টেশনে আসেন। তিনি কার্গো বিতরণ, পরিবহন রুট, পরিচালন খরচ এবং সুবিধা ইত্যাদির অবস্থান সম্পর্কে খোঁজখবর নেন। তিনি ট্রাকচালক, ট্রেনচালক, স্টেশন ম্যানেজার, প্রমুখ কর্মীদের সাথে সৌহার্দ্যপূর্ণ ভাববিনিময় করেন এবং তাদের কাজের তীব্রতা, শ্রম সুরক্ষা, ছুটি ও আয়ের অবস্থা সম্পর্কে জানতে চান। সি চিন পিং বলেন, সবাই সরবরাহের প্রথম সারিতে আছেন এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে অনেক পণ্য বিশ্বে পাঠাচ্ছেন। পশ্চিম অঞ্চলের উন্মুক্তকরণ এবং উন্নয়নের জন্য লজিস্টিক খুবই গুরুত্বপূর্ণ। সবার উচিত নতুন অবদান রাখা। 

সি চিন পিং ছেংতু-ছুংছিং অঞ্চলে একটি টুইন শহরের অর্থনৈতিক সার্কেল নির্মাণের অবস্থা সম্পর্কে খোঁজ নেন এবং ছুংছিং-এর বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত উদ্ভাবন ও শিল্প উন্নয়ন সাফল্যের একটি প্রদর্শনী পরিদর্শন করেন।

মঙ্গলবার সকালে, সি চিন পিং ছুংছিং ডিজিটাল শহর পরিচালনা সেন্টার পরিদর্শন করেন এবং শহরে ডিজিটাল রূপান্তর ত্বরান্বিত করা ও মেগাসিটিগুলোকে শাসন করার নতুন উপায় অন্বেষণ করার বিষয়ে স্থানীয় সরকারের কর্মপ্রতিবেদন শোনেন।
সূত্র: চায়না মিডিয়া গ্রুপ।