খবর প্রকাশিত: ২৯ এপ্রিল, ২০২৫, ১০:২২ এএম
এম আব্দুর রাজ্জাক বগুড়া থেকে : (১৮, এপ্রিল, বৃহস্পতিবার ) "প্রাণিসম্পদে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ "। প্রতিবাদ্য নিয়ে, 'প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প'(এলডিডিপি ) এর সহযোগিতায়,বগুড়া জেলার, আদমদীঘি উপজেলা প্রাণিসম্পদ দপ্তর আয়োজিত, প্রাণিসম্পদ প্রদর্শনী -২০২৪ অনুষ্ঠিত হয়েছে। আদমদিঘী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজের সভাপতিত্বে এবং ডাক্তার পূজা সাহার সঞ্চালনায়,এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৩ জাতীয় সংসদ সদস্য খান মোহাম্মদ সাইফুল্লাহ বাঁধন (মেহেদি )। এছাড়া উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের (ভারপ্রাপ্ত )চেয়ারম্যান মাহমুদুর রহমান( পিন্টু,) প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার আমিরুল ইসলাম,কৃষি কর্মকর্তা মিঠু চন্দ্র অধিকারী, মৎস্য কর্মকর্তা সুজয় পাল, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা নিরুপমা রায়, থানার এসআই তারেক, প্রাণিসম্পদ অফিসের বিভিন্ন কর্মকর্তা, ও বিভিন্ন দপ্তরে কর্মকর্তাগণ এবং বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
এবার প্রদর্শনী স্টলে খামারী গন বিভিন্ন প্রকার উন্নত জাতের গরু, গাভী, উন্নত জাতের ছাগল, পশুপাখি, ভেড়া, হাঁস মুরগি স্থানপায় এবং সবশেষে সম্মানিত অতিথিগণ বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের মাঝে পুরষ্কার হাতে তুলে দেন। এছাড়া অনুষ্ঠানে বক্তব্যের মাঝে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ, সর্বজনীন পেনশন স্কিম বিষয়ে এর বিভিন্ন দিক তুলে ধরেন।