NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৮, ২০২৫ | ১৫ বৈশাখ ১৪৩২
Logo
logo

সারা বিশ্ব আফ্রিকা-চীন সম্পর্কের দিকে মনোযোগ দিচ্ছে;প্রেসিডেন্ট বায়ো


শুয়েই ফেই ফেই: প্রকাশিত:  ২৮ এপ্রিল, ২০২৫, ০৭:১১ এএম

সারা বিশ্ব আফ্রিকা-চীন সম্পর্কের দিকে মনোযোগ দিচ্ছে;প্রেসিডেন্ট বায়ো

 


সম্প্রতি সিয়েরা লিওনের প্রেসিডেন্ট জুলিয়াস মাদা বায়ো চীন সফর করেছেন এবং চায়না মিডিয়া গ্রুপ বা সিএমজিকে বিশেষ সাক্ষাৎকার দিয়েছেন। চীন-আফ্রিকা সহযোগিতার নতুন দফা ফোরাম চীন-আফ্রিকা সহযোগিতার একটি নতুন অধ্যায় সূচনা করবে বলে সাক্ষাৎকারে তিনি উল্লেখ করেছেন।

তিনি বলেন, চীন সফরকালে তিনি শৃঙ্খলা দেখেছেন এবং শৃঙ্খলা অনেক কিছু অর্জন করতে পারে। এটি একটি গুরুত্বপূর্ণ কারণ। অল্প সময়ের মধ্যে চীনের এত উন্নতির কারণ বলে মনে করেন তিনি।

চীন যে কারণে এত অর্জন করেছে তার প্রধান কারণ হল, চীন কার্যকর উন্নয়ন কৌশল গ্রহণ করেছে এবং কার্যকরভাবে তার জনগণকে সংগঠিত করেছে। উন্নয়নের জন্য শুধুমাত্র নেতাদের পরিকল্পনা প্রস্তাবই প্রয়োজনীয় না, বরং জনগণকে তার অনুসরণ করতে হয়। তাদের চোখে, চীনের উন্নয়নের গতি বিস্ময়কর। অতএব, তারা আশা করেন চীনের পদাঙ্ক অনুসরণ করবে।
চীনের প্রেসিডেন্ট সি চিন পিং কেমন নেতা? এই প্রশ্নের উত্তরে প্রেসিডেন্ট বায়ো বলেন, বিশ্বের শক্তিশালী দেশের নেতা হিসাবে, প্রেসিডেন্ট সি চিন পিং খুব মনোযোগী, সর্বদা চীনা জনগণের উন্নয়নে মনোযোগ দেন। সেজন্য তিনি বলেন যে, সি চিন পিং অনুকরণযোগ্য নেতা।

সারা বিশ্ব আফ্রিকা-চীন সম্পর্কের দিকে মনোযোগ দিচ্ছে উল্লেখ করে প্রেসিডেন্ট বায়ো বলেন, চীন-আফ্রিকা সহযোগিতা ফোরামের কারণে আফ্রিকান দেশগুলোকে বিশ্বের অন্যান্য অঞ্চলে সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছে। কিন্তু আমরা আফ্রিকান দেশগুলোর নিজস্ব অভিন্ন দৃষ্টিভঙ্গি রয়েছে। তাহলো বিশ্বের অন্যান্য দেশের পাশাপাশি এগিয়ে যাওয়া, যাতে আফ্রিকান জনগণ একটি আদর্শ জীবন পায়।

সাক্ষাৎকারে, সিয়েরা লিওনের প্রেসিডেন্ট বায়ো বলেন যে, তিনি চীন-আফ্রিকা সহযোগিতাকে নতুন দফা ফোরাম চীন-আফ্রিকা সহযোগিতার একটি নতুন অধ্যায় খোলার আশা করেন। 
সূত্র: চায়না মিডিয়া গ্রুপ।