খবর প্রকাশিত: ২৯ এপ্রিল, ২০২৫, ০৭:৪৫ পিএম
ময়মনসিংহে আত্মীয়ের জানাজায় অংশ নিতে গিয়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় লাশ হয়ে ফিরলেন একই পরিবারের ৩ জন। একই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে আরও ৪ জনের। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে সদর উপজেলার আলালপুর সংলগ্ন বড়বিলা এলাকার ময়মনসিংহ-শেরপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ময়মনসিংহের ফুলপুর উপজেলার রামভদ্রপুরের আশাবট গ্রামের বাবলু আহমেদ (৪৫), তার স্ত্রী শিলা আক্তার (৩৫), তাদের ছেলে মো. সাদমান (৭)। দুর্ঘটনায় নিহত বাকি ৪ জনের পরিচয় পাওয়া যায়নি। জানা যায়, নিহত ব্যবসায়ী বাবলু আহম্মেদ তার স্ত্রী-সন্তানকে নিয়ে ময়মনসিংহ সদর উপজেলার চর ঈশ্বরদীয়া এলাকায় আত্মীয় মো. মনসুর আলীর জানাজার নামাজ পড়তে যাচ্ছিলেন। কিন্তু সেই জানাজায় আর যেতে পারলেন না তারা। বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে সড়কেই ঝরেছে তাদের প্রাণ।
কোতোয়ালী মডেল থানার ওসি মাইনউদ্দিন জানান, ঢাকা থেকে ছেড়ে আসা নালিতাবাড়ীগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ময়মনসিংহগামী সিএনজির মুখোমুখি সংঘর্ষে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই চালকসহ ৭ জন মারা যায়। নিহতদের মধ্যে একই পরিবারের ৩ জন রয়েছে। নিহতদের লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। এদিকে দুর্ঘটনার পর পরই ময়মনসিংহ জেলা প্রশাসক মোহাম্মদ দিদারে আলম মাকসুদ চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন, নিহতদের দাফনের জন্য ২০ হাজার টাকা করে দেওয়া হবে এবং এ ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।