NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, এপ্রিল ৩০, ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২
Logo
logo

বগুড়ার আদমদীঘিতে বিজ্ঞান মেলার উদ্বোধন


এম আব্দুর রাজ্জাক প্রকাশিত:  ২৯ এপ্রিল, ২০২৫, ০৭:৩৯ পিএম

বগুড়ার আদমদীঘিতে বিজ্ঞান মেলার উদ্বোধন

এম আব্দুর রাজ্জাক, বগুড়া থেকে :

“বিজ্ঞান ও প্রযুক্তি, উদ্ভাবনেই সমৃদ্ধি” এমন শ্লোগানকে প্রতিপাদ্য করে আদমদীঘি উপজেলা প্রশাসনের আয়োজনে ২৯ জানুয়ারি সকাল ১০:৩০ মিনিটে উপজেলা সভাকক্ষে বিজ্ঞান মেলার শুভ উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন শেষে একটি র‍্যালি আদমদিঘীর  প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। (২৯ জানুয়ারি) সোমবার সকাল ১০:৩০ মিনিটে আদমদীঘি উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজের সভাপতিত্বে উপজেলার সভাকক্ষে ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা-২০২৪ ৮ম বিজ্ঞান অলিম্পিয়াড ও বিজ্ঞান বিষয়ক উন্মুক্ত কুইজ প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য খাঁন মুহাম্মদ সাইফুল্লাহ আল মেহেদী বাঁধন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান মাহামুদুর রহমান পিন্টু উপজেলা চেয়ারম্যান, উপজেলা কৃষি কর্মকর্তা মিঠু চন্দ্র অধিকারী, সিনিয়র মৎস্য কর্মকর্তা সুজয় পাল, থানার অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্তী, একাডেমিক সুপারভাইজার সিরাজুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালমা বেগম চাপা, সদর ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান, ইউপি চেয়ারম্যান আব্দুল হক আবু, ইউপি চেয়ারম্যান নাহিদ সুলতানা তৃপ্তি, আদমদিঘী রহিম উদ্দিন ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুর রহমান, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিকসহ আরও  অনেকে উপস্থিত ছিলেন। 

 

বিজ্ঞান মেলায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত থেকে তাদের উদ্ভাবিত প্রযুক্তির প্রদর্শন করে। শেষে মেলায় তাদের উদ্ভাবনের স্বীকৃতি এবং বিজ্ঞান কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ কারিদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়।