সালাহউদ্দিন আহমেদ প্রকাশিত: ২৮ এপ্রিল, ২০২৫, ০৩:৪৪ পিএম
নিউইয়র্ক (ইউএনএ): সিলেট এমসি কলেজ ও সিলেট সরকারি কলেজ
এলামনাই এসোসিয়েশন ইউএসএ’র নতুন কমিটি (২০২৩-২০২৫)
অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে অভিষিক্ত হয়েছে। এ উপলক্ষ্যে গত ১৪
জানুয়ারী রোববার ফ্লাশিং হায়াত হোটেল রুফটপ বলরুমে এক
অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে
তেলাওয়াত করেন মোহাম্মদ গোলাম কিবরীয়া চৌধুরী এবং বিশেষ
মোনাজাত পরিচালনা করেন মোহাম্মদ আকমল হোসেন খাঁন।
সংগঠনের প্রধান নির্বাচন কমিশনার আবুল কালাম, সহকারী কমিশনার
মহিউদ্দীনকে সাথে নিয়ে প্রথমে সভাপতি সফিক উদ্দীন চৌধুরীকে
শপথ বাক্য পাঠ করান। এরপর নবনির্বাচিত সভাপতি সফিক উদ্দীন
চৌধুরী কমিটির অন্যান্য কর্মকতা ও সদস্যদেরকে শপথ বাক্য পাঠ করান।
অভিষিক্তরা হলেন: সহ সভাপতি- শাখাওয়াত আলী, সাধারণ সম্পাদক-
মোহাম্মদ রেজাউল করিম রেজু, সহ সাধারণ সম্পাদক- মামুনুর রশীদ ও
ইফজাল আহমেদ, কোষাধ্যক্ষ- মোহাম্মদ আকমল হোসেন খান, ক্রীড়া
সম্পাদক- মোহাম্মদ সামাদ মিয়া, সাস্কৃতিক সম্পাদক- মোহাম্মদ
খায়রুল ইসলাম, দপ্তর সম্পাদক- মোহাম্মদ সেলিম আদমজি এবং
নির্বাহী সদস্যবৃন্দ হলেন: মাহফুজুল বারী চৌধুরী, অধ্যাপক
এডভোকেট সৈয়দ নজরুল ইসলাম, কাজী অদুদ আহমেদ, হাসান আলী,
দিদার শাহিন, মোহাম্মদ শাহনেওয়াজ চৌধুরী ও মোহাম্মদ গোলাম
কিবরীয়া চৌধুরী। উল্লেখ্য, সংগঠনের কয়েকজন কর্মকর্তা বাংলাদেশে
অবস্থান করায় তারা ঐ অনুষ্ঠানে শপথ নিতে পারেন নি। তারা নিউইয়র্ক
ফিরলে শপথ নেবেন বলে জানানো হয়েছে।
অনুষ্ঠানের এক পর্যায়ে নবনির্বাচিত সভাপতি সফিক উদ্দীন চৌধুরী
মধ্যাহ্ন ভোজের পরে সংগঠনের সকলকে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন।
সাংস্কৃতিক পর্বে সিলেটের আঞ্চলিক সঙ্গীত পরিবেশন করেন শৌখিন
শিল্পী হামিদ ইকবাল।
অনুষ্ঠানে এসোসিয়েশনের ট্রাষ্টি যথাক্রমে বীর মুক্তিযোদ্ধা আব্দুল
মুকিত চৌধুরী, সুফিয়ান খাঁন ও ইয়েমিন রশীদ ছাড়াও বিশিষ্ট ব্যক্তির
মধ্যে নিজাম উদ্দীন আহমদ, আলী আজমল রিয়াজী, কবীর চৌধুরী,
পপ্রাক্তণ সাধারণ সম্পাদক জামাল সোয়েজ আহমেদ, মাহিয়া জাহান,
জুলকার হায়দার, মোহাম্মদ নাজির উদ্দীন, সালেহ আহমেদ, মিসকাত
জাহান, শহিদুল ইসলাম, হামিদ ইকবাল প্রমুখ উপস্থিত ছিলেন।