NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৮, ২০২৫ | ১৫ বৈশাখ ১৪৩২
Logo
logo

নির্বাচনী ব্রিফিং পরিণত হলো কুশল বিনিময়ের অনুষ্ঠানে


খবর   প্রকাশিত:  ২৮ এপ্রিল, ২০২৫, ০৪:০৭ পিএম

নির্বাচনী ব্রিফিং পরিণত হলো কুশল বিনিময়ের অনুষ্ঠানে

 দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আজ মঙ্গলবার ঢাকায় নিয়োজিত বিদেশি কূটনীতিক, আমন্ত্রিত বিদেশি পর্যবেক্ষক, সাংবাদিক এবং দেশের বিশিষ্ট নাগরিক, পেশাজীবী ও গণমাধ্যমকর্মীদের আমন্ত্রণ জানানো হয়েছিল রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে  দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আজ মঙ্গলবার ঢাকায় নিয়োজিত বিদেশি কূটনীতিক, আমন্ত্রিত বিদেশি পর্যবেক্ষক, সাংবাদিক এবং দেশের বিশিষ্ট নাগরিক, পেশাজীবী ও গণমাধ্যমকর্মীদের আমন্ত্রণ জানানো হয়েছিল রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতেছবি: তানভীর আহাম্মেদ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঢাকায় নিয়োজিত বিদেশি কূটনীতিক, আমন্ত্রিত বিদেশি পর্যবেক্ষক, সাংবাদিক এবং দেশের বিশিষ্ট নাগরিক, পেশাজীবী ও গণমাধ্যমকর্মীদের ব্রিফিংয়ের আয়োজন করেছিল পররাষ্ট্র মন্ত্রণালয়। আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির লনে আয়োজিত ওই ব্রিফিং শেষ পর্যন্ত পরিণত হলো কুশল বিনিময় অনুষ্ঠানে।  কূটনৈতিক সূত্রে জানা গেছে, বিদেশি মিশন এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের কাছে আমন্ত্রণে উল্লেখ করা হয়েছিল, পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন দ্বাদশ সংসদ নির্বাচন নিয়ে তাঁদের ব্রিফ করবেন। অনুষ্ঠানে উপস্থিতির বিষয়টি নিশ্চিত করতে আমন্ত্রিত কূটনীতিকদের অনুরোধ জানানো হয়েছিল।   আরও পড়ুন নতুন সরকারকে বন্ধুরাষ্ট্রগুলোর সবাই গ্রহণ করবে, আশা পররাষ্ট্রমন্ত্রীর নতুন সরকারকে বন্ধুরাষ্ট্রগুলোর সবাই গ্রহণ করবে, আশা পররাষ্ট্রমন্ত্রীর গণমাধ্যমকে জানানো হয়েছিল, কূটনীতিক, আমন্ত্রিত বিদেশি পর্যবেক্ষক, সাংবাদিক এবং দেশের বিশিষ্ট নাগরিক, পেশাজীবী ও গণমাধ্যমকর্মীদের পররাষ্ট্রমন্ত্রী সংসদ নির্বাচন নিয়ে ব্রিফ করবেন।  কিন্তু বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে বক্তৃতা দিতে গিয়ে আব্দুল মোমেন বলেন, ‘আজকে কোনো ব্রিফিং হবে না। আজকের অনুষ্ঠানটি মূলত কুশল বিনিময়। আমাদের সহকর্মীরা আপনাদের সঙ্গে একটি নোট বিনিময় করবেন।’  নির্বাচন নিয়ে ব্রিফ না করে পররাষ্ট্রমন্ত্রী উপস্থিত অতিথিদের কুশল বিনিময়ের আহ্বান জানালে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস। আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে নির্বাচন নিয়ে ব্রিফ না করে পররাষ্ট্রমন্ত্রী উপস্থিত অতিথিদের কুশল বিনিময়ের আহ্বান জানালে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস। আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতেছ পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আপনারা অনেকেই এসেছেন বলে আপনাদের ধন্যবাদ। আমরা ভবিষ্যতে আরও চমৎকার অংশীদারত্ব ও সহযোগিতা প্রত্যাশা করি। ২০২৪ সালে আরও চমৎকার বাংলাদেশ, ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আপনাদের সহযোগিতা পাব। আপনাদের অংশীদারত্ব ও সহযোগিতা ছাড়া আমাদের এই লক্ষ্য অর্জন সম্ভব নয়। গত ৫২ বছরে আমাদের অনেক সাফল্য এসেছে। বন্ধুদেশগুলোর অংশীদারত্ব ও সহযোগিতার মাধ্যমে আমরা এসব অর্জন করেছি। আমরা ভবিষ্যতে এবং এ বছর আরও সহযোগিতা চাই। আসুন আমরা একে অন্যের সঙ্গে কুশল বিনিময় করি।’  পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের পর আমন্ত্রিত অতিথিরা কুশল বিনিময় এবং পিঠাসহ তাঁদের জন্য আয়োজন করা নানা ধরনের খাবার উপভোগ করতে এগিয়ে যান। আমন্ত্রিত অতিথিদের মধ্যে ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস পররাষ্ট্রমন্ত্রীর বক্তৃতার পরপরই ফরেন সার্ভিস একাডেমি ছেড়ে চলে যান।