NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২৯, ২০২৫ | ১৫ বৈশাখ ১৪৩২
Logo
logo

কৌশলগত চীন-ভিয়েতনাম অভিন্ন কল্যাণের সমাজ গড়ে তোলার ঘোষণা


শিশির: প্রকাশিত:  ২৮ এপ্রিল, ২০২৫, ০৭:০৭ পিএম

কৌশলগত চীন-ভিয়েতনাম অভিন্ন কল্যাণের সমাজ গড়ে তোলার ঘোষণা

 




স্থানীয় সময় ১৩ ডিসেম্বর সকালে হ্যানয়ে, চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ভিয়েতনামের প্রেসিডেন্ট ভো ফান থুয়ংয়ের সঙ্গে এক আনুষ্ঠানিক বৈঠকে মিলিত হন। 

বৈঠকে সি চিন পিং বলেন, “চীনা কমিউনিস্ট পার্টি (সিপিসি)-র কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও দেশের প্রেসিডেন্ট হিসেবে এটা আমার তৃতীয় ভিয়েতনাম সফর। গত বছরের অক্টোবর মাসে সাধারণ সম্পাদক নুয়েন ফু চাও চীন সফর করেন এবং তার সে সফরের জবাবে আমি ভিয়াতনামে এসেছি। এটি চলতি বছর আমার শেষ বিদেশ সফর। এতে চীনের কাছে ভিয়েতনামের সাথে সম্পর্কের বিশেষ অবস্থান প্রতিফলিত হয়।” 

তিনি আরও বলেন, “গতকাল আমি ও সাধারণ সম্পাদক নুয়েন ফু চাও দীর্ঘসময় ধরে গভীরভাবে মতবিনিময় করেছি। আমরা দু’জন কৌশলগত চীন-ভিয়েতনাম অভিন্ন কল্যাণের সমাজ গড়ে তোলার ঘোষণা দিয়েছি, যা দুই পার্টি ও দুই দেশের সম্পর্কের এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। দুই পার্টি ও দুই দেশের সম্পর্কের উন্নয়ন ও বিশ্বের সমাজতান্ত্রিক শক্তির ঐক্যের দিক থেকে গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত নিয়েছি আমরা, যা দুই দেশের মৌলিক স্বার্থের সঙ্গে সঙ্গতিপূর্ণ।”
নতুন সূচনাবিন্দুতে দাঁড়িয়ে, চীন ভিয়েতনামের সঙ্গে কৌশলগত আলোচনা গভীরতর করতে এবং অভিন্ন কল্যাণের সমাজ গড়ে তোলার কাজ এগিয়ে নিয়ে যেতে চায় বলেও প্রেসিডেন্ট সি উল্লেখ করেন।
সূত্র: চায়না মিডিয়া গ্রুপ।