NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২৯, ২০২৫ | ১৫ বৈশাখ ১৪৩২
Logo
logo

নিরাপত্তার জন্য শান্তিপূর্ণ ও নিরাপদ সাইবার স্পেস তৈরি করতে চাই ; সি চিন পিং


আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত:  ২৮ এপ্রিল, ২০২৫, ১০:০২ পিএম

নিরাপত্তার জন্য শান্তিপূর্ণ ও নিরাপদ সাইবার স্পেস তৈরি করতে চাই ; সি চিন পিং

 


৮ নভেম্বর ইন্টারনেট সেবাকে সারা বিশ্বের মানুষের জন্য আরও উপকারী করে তোলার আহ্বান জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট সি চিনপিং। বুধবার চীনের চেচিয়াং প্রদেশের থোংসিয়াং সিটির উচেন টাউনে বিশ্ব ইন্টারনেট কনফারেন্স (ডব্লিউআইসি) উচেন সামিটের উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও ভাষণে এ কথা বলেন প্রেসিডেন্ট সি। 

সি বলেন, "আমরা উন্নয়নকে অগ্রাধিকার দেওয়ার এবং আরও অন্তর্ভুক্তিমূলক এবং সমৃদ্ধ সাইবারস্পেস তৈরি করার আহ্বান জানাই। আমরা সাধারণ নিরাপত্তার জন্য এবং আরও শান্তিপূর্ণ ও নিরাপদ সাইবার স্পেস তৈরি করতে চাই। 

আমরা বিভিন্ন সভ্যতার মধ্যে পারস্পরিক শিক্ষার জন্য এবং আরও ন্যায়সঙ্গত এবং অন্তর্ভুক্তিমূলক সাইবারস্পেস গড়ে তোলার আহ্বান জানাই। তথ্য বিপ্লবের জোয়ার এগিয়ে যেতে থাকে, এবং সাইবারস্পেস একটি উজ্জ্বল ভবিষ্যতের জন্য মানবতার অসীম আশাকে মূর্ত করে। 

আসুন সাইবারস্পেসে একটি অংশীদারিত্ব মূলক ভবিষ্যৎ নিয়ে একটি মানবসম্প্রদায় গড়ে তুলতে, সারা বিশ্বের মানুষের জন্য ইন্টারনেটকে আরও উপকারী করে তুলতে এবং একসাথে মানবতার জন্য একটি ভাল ভবিষ্যত তৈরি করতে হাত মেলাই।” 

এবারের শীর্ষ সম্মেলনের প্রতিপাদ্য হলো, ‘সকলের জন্য উপকারী একটি অন্তর্ভুক্তিমূলক এবং স্থিতিস্থাপক ডিজিটাল বিশ্ব তৈরি করা: সাইবার স্পেসে অংশীদারিত্বমূলক ভবিষতের সঙ্গে মানবসম্প্রদায় গড়ে তোলা।’ পূর্বচীনের চেচিয়াং প্রদেশের উচেন টাউনে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। 
সূত্র: শান্তা-হাশিম, চায়না মিডিয়া গ্রুপ।