NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২৯, ২০২৫ | ১৫ বৈশাখ ১৪৩২
Logo
logo

চীনে আন্তর্জাতিক আমদানি মেলা সিআইআইই উদ্বোধনে সি চিন পিং-এর অভিনন্দন


শুয়েই ফেই ফেই: প্রকাশিত:  ২৮ এপ্রিল, ২০২৫, ১০:০২ পিএম

চীনে আন্তর্জাতিক আমদানি মেলা সিআইআইই উদ্বোধনে সি চিন পিং-এর অভিনন্দন

 



৫ই নভেম্বর (রোববার) চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ষষ্ঠ চীন আন্তর্জাতিক আমদানি মেলা সিআইআইই-এর উদ্বোধন উপলক্ষ্যে অভিনন্দনবাণী পাঠিয়েছেন। 

সি চিন পিং উল্লেখ করেন, ২০১৮ সাল থেকে সিআইআইই সফলভাবে পাঁচবার আয়োজন করা হয়েছে। চীনের বিশাল বাজারের ভিত্তিতে, আন্তর্জাতিক ক্রয়, পুঁজি বিনিয়োগ, মানবিক ও সাংস্কৃতিক বিনিময়, উন্মুক্ত সহযোগিতার ভূমিকা রেখে নতুন উন্নয়নের কাঠামো এবং বিশ্ব অর্থনীতির উন্নয়ন দ্রুততর করতে সক্রিয় অবদান রেখেছে চীন।

সি চিন পিং জোর দিয়ে বলেন, বর্তমান বিশ্বে অর্থনৈতিক পুনরুদ্ধার দুর্বল, বিভিন্ন দেশের উচিত ঐক্যবদ্ধভাবে যৌথ উন্নয়ন বাস্তবায়ন করা। চীন সবসময় বিশ্ব উন্নয়নের গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করে। চীন দৃঢ়ভাবে উচ্চ মানের উন্মুক্তকরণ বাস্তবায়ন করবে, অর্থনীতির বিশ্বায়নকে আরো উন্মুক্ত, সহনশীল, ভারসাম্যপূর্ণ এবং অভিন্ন কল্যাণের দিকে উন্নয়নকে জোরদার করবে। তিনি আশা করেন, সিআইআইই নতুন উন্নয়ন কাঠামোর জানালার মত ভূমিকা পালন করবে, চীনের নতুন উন্নয়ন দিকে বিশ্বের জন্য নতুন সুযোগ সৃষ্টি করবে, বিশ্বকে আরো ভালো আন্তর্জাতিক গণপণ্য-সেবা দেবে। 
উল্লেখ্য, ষষ্ঠ সিআইআইই রোববার শাংহাই শহরে উদ্বোধন হয়েছে। এবারের প্রতিপাদ্য হল ‘নতুন যুগ, ভাগাভাগির ভবিষ্যৎ’। 
সূত্র: চায়না মিডিয়া গ্রুপ।