NYC Sightseeing Pass
Logo
logo

বগুড়া জেলার শ্রেষ্ঠ যুব সংগঠকের পুরস্কার পেলেন আলোর প্রদীপ চেয়ারম্যান এম এম মেহেরুল


এম আব্দুর রাজ্জাক প্রকাশিত:  ৩০ এপ্রিল, ২০২৫, ০৮:২৬ এএম

বগুড়া জেলার শ্রেষ্ঠ যুব সংগঠকের পুরস্কার পেলেন আলোর প্রদীপ চেয়ারম্যান এম এম মেহেরুল

এম আব্দুর রাজ্জাক, বগুড়া থেকে : বগুড়া জেলার শ্রেষ্ঠ যুব সংগঠকের পুরস্কার পেলেন আলোর প্রদীপ চেয়ারম্যান এম এম মেহেরুলবগুড়া জেলার শ্রেষ্ঠ যুব সংগঠকের পুরস্কার পেলেন আলোর প্রদীপ যুব সংগঠনের চেয়ারম্যান এম এম মেহেরুল। জাতীয় যুব দিবস-২০২৩ উপলক্ষ্যে বগুড়া যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক তিনি শ্রেষ্ঠ যুব সংগঠক নির্বাচিত হয়ে তিনি এ পুরস্কার পেলেন।

১ নভেম্বর, বুধবার সকাল ১১ টায় বগুড়া যুব উন্নয়ন অধিদপ্তর হলরুমে আয়োজিত অনুষ্ঠানে বগুড়া জেলা জেলা প্রশাসক মো: সাইফুল ইসলাম তাঁর হাতে পুরস্কার হিসেবে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।এসময় উপস্থিত ছিলেন বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী বিপিএম,পিপিএম,বগুড়া সিভিল সার্জন ডাঃ মো: শফিউল আজম ও বগুড়া যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক মোঃ তোছাদ্দেক হোসেন।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে এম এম মেহেরুল তাঁর প্রতিষ্ঠিত সামাজিক সংগঠন ‘আলোর প্রদীপ’ এর মাধ্যমে বগুড়া জেলার সোনাতলা উপজেলাসহ আরও কয়েকটি জায়গায় শিক্ষা, পুষ্টি, উদ্যোক্তা সৃষ্টি, স্বনির্ভরতা আনয়নে নানামুখী প্রচেষ্টা নিয়ে কাজ করে আসছেন। এধরনের কাজের স্বীকৃতিস্বরূপ তিনি জাতীয় ও স্থানীয় পর্যায়ে বিভিন্ন সময়ে সম্মানিত হয়েছেন।এদিকে আলোর প্রদীপ যুব সংগঠনের চেয়ারম্যান এম এম মেহেরুল বগুড়া জেলার শ্রেষ্ঠ যুব সংগঠক নির্বাচিত হওয়ায় তাঁকে অভিনন্দন জানিয়েছেন সোনাতলার বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংঠনের নেতৃবৃন্দ।