ছাই উইয়ে মুক্তা: প্রকাশিত: ২৮ এপ্রিল, ২০২৫, ১০:০২ পিএম
চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ২৫ অক্টোবর মার্কিন-চীন সম্পর্কের জাতীয় কমিটির বার্ষিক সম্মাননা অনুষ্ঠানের নৈশভোজে অভিনন্দনবার্তা পাঠিয়েছেন।
অভিনন্দনবার্তায় তিনি কমিটিকে দু’দেশের বিভিন্ন ক্ষেত্রে যোগাযোগ ও সহযোগিতা উন্নত করার জন্য প্রশংসা করেন। ডক্টর হেনরি কিসিঞ্জার সম্মাননা লাভ করায় তাঁকে অভিনন্দন জানান জনাব সি।
সি চিন পিং বলেন, বিশ্বের দু’টি বড় দেশ হিসেবে দু’দেশের সম্পর্ক বিশ্বের শান্তি, উন্নয়ন ও মানবজাতির ভাগ্যের সঙ্গে জড়িত। চীন পারস্পরিক সম্মান, শান্তিপূর্ণ সহাবস্থান এবং উভয়ের জয় সহযোগিতার নীতিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে দু’দেশের পারস্পরিক কল্যাণের সহযোগিতা উন্নয়ন, মতভেদ নিয়ন্ত্রণ এবং বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা করতে ইচ্ছুক, যাতে পারস্পরিক সমর্থন এবং অভিন্ন সমৃদ্ধি বাস্তবায়ন করা যায়।
মার্কিন-চীন সম্পর্কের জাতীয় কমিটি ও বিভিন্ন মহলের বন্ধুরা অব্যাহতভাবে দু’দেশের সম্পর্ক উন্নত করবে- আশা করেন তিনি।
এদিন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও নৈশভোজে অভিনন্দনবার্তা পাঠিয়েছেন।
সূত্র: চায়না মিডিয়া গ্রুপ।