NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, মে ৫, ২০২৫ | ২২ বৈশাখ ১৪৩২
Logo
logo

চীন দূরবর্তী মহাসাগর মৎস্য শিল্পের নিরাপত্তা নিশ্চয়তা জোরদার করবে


ছাই উইয়ে মুক্তা,বেইজিং প্রকাশিত:  ০৫ মে, ২০২৫, ০৭:৫১ এএম

চীন দূরবর্তী মহাসাগর মৎস্য শিল্পের নিরাপত্তা নিশ্চয়তা জোরদার করবে

 

 




চীনের পররাষ্ট্র পরিষদের তথ্য কার্যালয় ২৪ অক্টোবর ‘চীনের দূরবর্তী মহাসাগরের মৎস্য উন্নয়ন’ শীর্ষক শ্বেতপত্র প্রকাশ করেছে। শ্বেতপত্রে সার্বিকভাবে চীনের দূরবর্তী মহাসাগরের মৎস্য শিল্প উন্নয়নের ধারণা, নীতি, অবস্থান, প্রস্তাব ও সাফল্য তুলে ধরা হয়। চীনের দূরবর্তী মহাসাগরের মৎস্য শিল্প পরিচালনার অভিজ্ঞতা এবং আন্তর্জাতিক সহযোগিতা ও যোগাযোগের অবস্থা শেয়ার করা হয়।

শ্বেতপত্রটিতে ভূমিকা ও উপসংহার ছাড়াও সাতটি ভাগ রয়েছে। চীনের উপকূলীয় মৎস্য সম্পদের উচ্চ মানের উন্নয়ন, সম্পদ সংরক্ষণ ও টেকসই ব্যবহার সমন্বয় ও উন্নয়ন, সার্বিকভাবে পতাকা রাষ্ট্রের বাধ্যবাধকতা বাস্তবায়ন, কঠোরভাবে দূরবর্তী মহাসাগর মৎস্য নিয়ন্ত্রণ বাস্তবায়ন, দূরবর্তী মহাসাগর মৎস্য শিল্পের বিজ্ঞান ও প্রযুক্তিগত উন্নয়ন, দূরবর্তী মহাসাগর মৎস্য শিল্পের নিরাপত্তা নিশ্চয়তা জোরদার করা এবং আন্তর্জাতিক মৎস্য শিল্পের সহযোগিতা জোরদার করা।


শ্বেতপত্রে বলা হয়, ১৯৮৫ সাল থেকে চীন সংশ্লিষ্ট দ্বিপক্ষীয় মৎস্য শিল্পে সহযোগিতার চুক্তি অনুযায়ী দূরবর্তী মহাসাগর মৎস্য শিল্প ব্যবস্থা উন্নত করে আসছে। চীন সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে পারস্পরিক কল্যাণকর সহযোগিতা চালাচ্ছে। চীন ‘জাতিসংঘের সমুদ্র আইন কনভেনশন’সহ বিভিন্ন আন্তর্জাতিক আইন অনুযায়ী গভীরভাবে জাতিসংঘের কাঠামোর আলোকে বহুপক্ষীয় মৎস্য শিল্প পরিচালনা ও আঞ্চলিক মৎস্য শিল্প পরিচালনা করে আসছে।

শ্বেতপত্রে আরও বলা হয়, চীন মানবজাতির অভিন্ন কল্যাণের সমাজ ও সমুদ্রের অভিন্ন কল্যাণের সমাজের ধারণায় সমুদ্রের পরিবেশগত সভ্যতা নির্মাণ জোরদার করছে। চীন বরাবরই দূরবর্তী মহাসাগরের মৎস্য শিল্পের সবুজ ও টেকসই উন্নয়ন বজায় রাখছে। চীন কঠোরভাবে উন্নয়নের মাত্রা নিয়ন্ত্রণ করা এবং মানসম্মত ব্যবস্থাপনা শক্তিশালী করতে চায়। অবৈধ মাছ ধরা প্রতিরোধ করা এবং বিজ্ঞানসম্মত সংরক্ষণ ও মৎস্য সম্পদের টেকসই ব্যবহার উন্নত করছে চীন।

শ্বেতপত্র আরো বলা হয়, চীন অব্যাহতভাবে আন্তর্জাতিক সমাজের সঙ্গে সমতা এবং পারস্পরিক সুবিধা ও শ্রদ্ধার ভিত্তিতে সমুদ্র ও সামুদ্রিক সম্পদের সুরক্ষা এবং টেকসই ব্যবহার জোরদার করবে।
সূত্র: চায়না মিডিয়া গ্রুপ।