NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২৯, ২০২৫ | ১৫ বৈশাখ ১৪৩২
Logo
logo

কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন প্রযুক্তি ব্যবহার করে রেফ্রিজারেটর তৈরি করছে চীন


অভি: প্রকাশিত:  ২৮ এপ্রিল, ২০২৫, ১০:২১ পিএম

কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন প্রযুক্তি ব্যবহার করে রেফ্রিজারেটর তৈরি করছে চীন

 


কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন প্রযুক্তি ব্যবহার করে বিশ্বের অত্যাধুনিক রেফ্রিজারেটর তৈরি করছে চীন। 

দেশটির লিয়াওনিং প্রদেশে রয়েছে বিশাল এক ফ্যাক্টরি, যেটি সম্প্রতি ওয়ার্ল্ড ইকনোমিক ফোরাম থেকে পেয়েছে আন্তর্জাতিক স্বীকৃতি।

কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে কারখানায় কাজের গতি বেড়েছে। এ পর্যন্ত এই কারখানায় তৈরি করা হয়েছে প্রায় ১০ মিলিয়ন বা এক কোটি ফ্রিজ। এজন্য এই ফ্যাক্টরিকে বলা হয় বিশ্বের প্রথম 'লাইট হাউস'। 

এই কারখানায় প্রতিদিন কয়েকশো মডেলের ফ্রিজ তৈরি করা হয়। গুণগত মান এবং ক্রেতাদের ক্রয় ক্ষমতার মধ্যে হওয়ায় এখানকার ফ্রিজের চাহিদা রয়েছে বিশ্বজুড়ে। 
থার্মাল সিস্টেমে এমন প্রযুক্তি যুক্ত করাা হয়েছে যেন দীর্ঘসময় ফ্রিজে খাবার ভালো থাকে। এছাড়া কিছু মডেলের ফ্রিজ রয়েছে যেগুলো কেবিনেট হিসেবেও রান্না ঘরে ব্যবহার করা যায়। 
সূত্র: অভি, চায়না মিডিয়া গ্রুপ।