NYC Sightseeing Pass
Logo
logo

জীবননগরের সেনেরহুদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 'মা' সমাবেশ অনুষ্ঠিত


মোহাম্মদ আবদুল্লাহ প্রকাশিত:  ৩০ এপ্রিল, ২০২৫, ০৮:১৫ এএম

জীবননগরের সেনেরহুদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 'মা' সমাবেশ অনুষ্ঠিত

 


জীবননগর উপজেলার  সেনেরহুদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 'মা' সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গত মঙ্গলবার বেলা ১১টার সময় ছাত্র-ছাত্রীদের মা-দের নিয়ে বিদ্যালয় প্রাঙ্গণে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের শিক্ষক রিন্টুর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্বে করেন প্রধান শিক্ষিকা রোকসানা বেগম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন । এসময় তিনি বলেন, ‘একটি "মা" একটি শিক্ষিত সমাজ উপহার দিতে পারেন। কারণ, ছেলে-মেয়েকে শিক্ষিত করতে হলে পরিবারের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে মায়ের।’  তিনি বিদ্যালয়ে পাঠদান নিয়ে দিকনির্দেশনামূলক কথা বলেন। সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিটিএ  সভাপতি মাহফুজুর রহমান রিপন, শিক্ষক প্রতিনিধি মাওলানা মো. মহিউদ্দিন।  অভিভাবক সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মাহফুজুর রহমান (খোকা), সাংবাদিক রাসেল হোসেন মুন্না, নাসির উদ্দিন এবং মোছা. ময়না খাতুন। সমাবেশে আরও উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীবৃন্দ।