খবর প্রকাশিত: ২৮ এপ্রিল, ২০২৫, ০৮:৪৩ পিএম
গত ২৯ সেপ্টেম্বর সকালে পুলিশ হেডকোয়ার্টারে আড়ম্বরপূর্ণ এক অনুষ্ঠানে তার হাতে পদোন্নতির সনদ তুলে দেন নিউইয়র্ক পুলিশের কমিশনার এডওয়ার্ড কাবান। অনুষ্ঠানে বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশনের (বাপা) কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।
পুলিশ সার্জেন্ট পদে পদোন্নতি পেয়েছেন ফেনী জেলায় মেধাবী সন্তান ডা: মোহাম্মদ শাহাদুল ইসলাম । শাহেদুল ইসলাম চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করেই পাস করে নিউইয়র্কে বাড়ি জমান । ২০১৪ সালের জুন মাসে তিনি নিউইয়র্ক পুলিশে পুলিশ অফিসার হিসেবে যোগদান করেন।এ ছাড়াও পদোন্নতি প্রাপ্তরা হলেন পটুয়াখালী জেলায় সন্তান একেএম মনিরুল হক রাহুল, মজিবুর রহমান ভূঁইয়া , লক্ষ্মীপুরের সন্তান কানিজ ফাতিমা ট্রাফিক সুপারভাইজার হিসেবে পদোন্নতি পেয়েছেন।
অভিনন্দন জানিয়েছেন সংগঠনের প্রেসিডেন্ট কাপ্টেন কারাম চৌধুরী, সেক্রেটারি ক্যাপ্টেন এ কে এম প্রিন্স আলম এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সার্জেন্ট এরশাদুর সিদ্দিকী।