মোহাম্মদ আবদুল্লাহ প্রকাশিত: ৩০ এপ্রিল, ২০২৫, ০৫:০১ পিএম
জীবননগরের উথলী ডিগ্রি কলেজে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের নবাগত শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১১ টায় কলেজের হলরুমে কলেজ অধ্যক্ষ মো.আকরাম হোসেন এর সভাপতিত্বে এ নবীন বরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উথলী ডিগ্রি কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ও উথলী ইউপি চেয়ারম্যান মো.আব্দুল হান্নান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উথলী মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি অত্র কলেজের প্রতিষ্ঠাতা সদস্য আব্দুল মান্নান পিল্টু, কলেজ পরিচালনা কমিটির সদস্য মোঃ রবিউল হোসেন, উথলী প্রেসক্লাব সভাপতি ও কলেজ পরিচালনা কমিটির সদস্য মোহাম্মদ আবদুল্লাহ, ওবায়দুল্লাহ ফিন্টু,মহির উদ্দীন বিশু,ও শিক্ষক প্রতিনিধি প্রভাষক ওবায়দুল হক ও সহকারী অধ্যাপক নাইমা ইসলাম ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলওয়াত করা হয়।নবীনদের উদ্দেশ্যে মানপত্র পাঠ করা হয় এবং ফুলের পাপড়ি ছিটিয়ে এবং ফুল দিয়ে তাদেরকে বরন করে নেয়া হয়। অনুষ্ঠানে বক্তব্য কলেজের নবীন শিক্ষার্থী সহ অতিথি বৃন্দ ও ইংরাজী বিভাগের জেষ্ঠ্য প্রভাষক সায়েমুল হক। ইসলামের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক মাজেদুল হকের সঞ্চালনায় আয়োজিত এ নবীন বরণ অনুষ্ঠানে কলেজের শিক্ষক মন্ডলী সহ গনমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।