NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২৯, ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২
Logo
logo

চীনা সভ্যতা মানবজাতির দীর্ঘ ইতিহাসের সারাংশ; সিএমজি মহাপরিচালক


শুয়েই ফেই ফেই,বেইজিং: প্রকাশিত:  ২৯ এপ্রিল, ২০২৫, ০২:০৭ এএম

চীনা সভ্যতা মানবজাতির দীর্ঘ ইতিহাসের  সারাংশ; সিএমজি মহাপরিচালক

২৯ সেপ্টেম্বর ২০২৩ চায়না মিডিয়া গ্রুপ সিএমজি'র উদ্যোগে ‘জার্নি থ্রু সিভিলাইজিশন ওয়াল্ড টুর’ অনুষ্ঠানটি চীনের হংকং ও ম্যাকাও বিশেষ প্রশাসনিক অঞ্চলে আয়োজন করা হয়েছে।

চীনের উপপ্রচারমন্ত্রী,সিএমজির মহাপরিচালক শেন হাই সিয়োং অনুষ্ঠানে বলেন, বিশ্বের একমাত্র সভ্যতা- যা আজ অবধি অব্যাহত রয়েছে এবং কখনও বিচ্ছিন্ন হয়নি, তা চীনা সভ্যতা। এই সভ্যতা মানবজাতির দীর্ঘ ইতিহাসের দীর্ঘতম সভ্যতার সারাংশ জমা করেছে। প্রেসিডেন্ট সি চিন পিংয়ের বিশ্ব সভ্যতা উদ্যোগের দ্বারা তৈরি ‘গ্র্যান্ড ব্লুপ্রিন্ট’ অনুশীলন করে চীনা জনগণ চীনা জাতির আধুনিক সভ্যতা গঠনে কঠোর পরিশ্রম করছে এবং মানবসভ্যতার বিকাশে নতুন অগ্রগতি প্রচার করছে। 

হংকং ও ম্যাকাওয়ের বন্ধুদের ‘জার্নি থ্রু সিভিলাইজেশন’ জগতে প্রবেশ করায় স্বাগত জানাই। অনলাইনে পাঁচ হাজার বছর ভ্রমণ করতে, দীর্ঘস্থায়ী চীনা সভ্যতা এবং চীনা সংস্কৃতির গভীরতা উপলব্ধি করতে, জাতীয় পরিচয়ের অনুভূতি বাড়াতে, অন্তর্গত জাতীয় গৌরব ও সক্রিয়ভাবে দেশের সার্বিক উন্নয়নকে একীভূত করতে স্বাগত জানাই।

হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলের অর্থ বিভাগের প্রধান ছেন মাও বো তাঁর ভাষণে বলেন, চায়না মিডিয়া গ্রুপ ডিজিটাল সংস্কৃতি ও শিল্প জাদুঘর প্ল্যাটফর্মের ‘জার্নি থ্রু সিভিলাইজেশন’ প্রদর্শনীটি শ্রোতাদের চীনা সভ্যতার বৈচিত্র্য এবং জাঁকজমক অনুভূতি দেয়, যেন তারা পাঁচ হাজার বছর আগের ঐতিহাসিক দৃশ্যটি দেখতে পারে।

হংকং-এ প্রদর্শনী আনার জন্য সিএমজিকে ধন্যবাদ জানান তিনি। চমৎকার প্রদর্শনীটি অবশ্যই মহান চীনা ইতিহাস ও সংস্কৃতি প্রচারের জন্য হংকংয়ের অনেক নাগরিক এবং দর্শকদের হংকং-এ আকৃষ্ট করবে। সূত্র:  চায়না মিডিয়া গ্রুপ।