NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২৯, ২০২৫ | ১৫ বৈশাখ ১৪৩২
Logo
logo

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন ওয়াশিংটনে


খবর   প্রকাশিত:  ২৮ এপ্রিল, ২০২৫, ০৯:২৮ পিএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনা  এখন ওয়াশিংটনে

 প্রধামন্ত্রী শেখ হাসিনা এখন ওয়াশিংটনে অবস্থান করছেন। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশন এবং অন্যান্য উচ্চ পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক ও অনুষ্ঠানে যোগদানের পর যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির উদ্দেশে শনিবার সকাল ১১:০০ টায় নিউইয়র্ক ত্যাগ করেন।  বিকাল সাড়ে ৩টায় তিনি ভার্জিনিয়ার রিটজ কার্লটন হোটেলে পৌঁছান। এখানে তিনি ২৯ সেপ্টেম্বর পর্যন্ত থাকবেন।

প্রধানমন্ত্রী ২৯ সেপ্টেম্বর যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের উদ্দেশ্যে ওয়াশিংটন ডিসি ত্যাগ করবেন এবং ৩ অক্টোবর পর্যন্ত লন্ডনে অবস্থান করবেন। সফর শেষ করে প্রধানমন্ত্রী স্বদেশের উদ্দেশ্যে লন্ডন ত্যাগ করবেন এবং ৪ অক্টোবর ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনে যোগ দিতে ১৭ সেপ্টেম্বর নিউইয়র্কে পৌঁছান।