খবর প্রকাশিত: ২৯ এপ্রিল, ২০২৫, ১২:২২ এএম
বাংলাদেশের আগামী নির্বাচনে আওয়ামী লীগই জিতবে, বাংলাদেশের উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প নেই। তাইতো নির্বাচনের আগে দেশী বিদেশী ষড়যন্ত্র চলছে। মালয়েশিয়ার উন্নয়নের রূপকার মাহাথির মোহাম্মদ এর বিরুদ্ধেও একই রকম ষড়যন্ত্র হয়েছিল। বিদেশী ষড়যন্ত্র বার্থ হয়েছিল। বাংলাদেশের জনগণ জানে একটি পদ্মা সেতু,দক্ষিণ পশ্চিমাঞ্চল মানুষের জীবন পরিবর্তন করেছে ঢাকাতে চলছে মেট্রৌরেল। এক্সপ্রেসওয়ে শুরু হয়েছে। বদলে গেছে ঢাকার চিত্র। আকাশ থেকে ছবি তুললে বিদেশের মতই মনে হয়। আগামী মাসে ঢাকা কক্সবাজার রেল চলবে। দক্ষিণ এশিয়াতে প্রথম, নদীর তলদেশে সুড়ংগ পথ চালু হবে। চট্টগ্রামের কর্ণফুলি নদীর তলদেশ দিয়ে দ্রুত কক্সবাজার যাওয়া যাবে। মাত্র ১৫ বছর আগেও যা ছিল সুদূর পরাহত। এসবই এখন বাংলাদেশের ১৮কোটি মানুষ দেখছেন। এত উন্নয়নে বিএনপির ঘুম হারাম। তাদের কোনও কর্মসূচিতে জনগণের সাড়া মিলছেনা। তারা এজন্যই নির্বাচনে ভয় পাচ্ছেন।
বাংলাদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রী ও বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ডঃ হাসান মাহমুদ শুক্রবার টরেন্টোতে বাংলাদেশ আওয়ামীলীগ কানাডার সংগে মতবিনিময়কালে উক্ত কথা বলেন। ডেনফোরথ এভিনিউ র কার্যালয়ের এ অনুষ্ঠানে ডঃ হাসান আওয়ামী লীগের নেতৃবৃন্দকে কানাডার মূলধারার রাজনৈতিতে অ অংশ নেবার পরামর্শ দেন। তিনি বলেন, বাংলাদেশের উন্নয়নের বিরুদ্ধে অপপ্রচার হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এসব রুখে দিতে সত্য ঘটনা তুলে ধরে কাউন্টার পোষ্ট করতে হবে। সর্বোপরি আওয়ামী লীগের লক্ষ্য হচ্ছে জনকল্যাণ। তাইতো বয়স্ক ভাতা ও আশ্রায়ণ উদ্যোগ। অনটারিও আওয়ামীলীগ সভাপতি গোলাম মোস্তফার সভাপতিত্বে এ অনুষ্ঠানে টরেন্টোর বাংলাদেশ কনসুলেটের কনসাল জেনারেল লুৎফর রহমান, কানাডা আওয়ামীলীগ এর প্রতিষ্ঠাতা সভাপতি, আওয়ামীলীগ কেন্দ্রীয় নেতা সরওয়ার হোসেন, কানাডা আওয়ামী লীগ নেতা ফারুকী হাসান প্রমুখ বক্তব্য রাখেন। অনটারিও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক লিটন মাসুদ এ মতবিনিময় পরিচালনা করেন। সুচনাতে মন্ত্রীকে ফুল দিয়ে বরণ করে নেন আওয়ামীলীগ যুবলীগ মহিলা লীগ ছাত্রলীগ, বঙ্গবন্ধু ফাউন্ডেশন , বঙ্গবন্ধু পরিষদ ।