এম আব্দুর রাজ্জাক প্রকাশিত: ৩০ এপ্রিল, ২০২৫, ১১:২৯ এএম
এম আব্দুর রাজ্জাক, বগুড়া থেকে : বগুড়া জেলার আদমদীঘি উপজেলা পরিষদের মাসিক সাধারণ ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।২৪ শে আগষ্ট ২০২৩ ইং বৃহস্পতিবার ,বেলা ১১ টায় উপজেলা পরিষদ সভা কক্ষে দুটি সভা একই স্থানে পৃথকভাবে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার টুকটুক তালুকদারের সভাপতিত্বে আজ এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদমদীঘি উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং বাংলাদেশ আওয়ামী লীগ আদমদিঘী শাখার সভাপতি সিরাজুল ইসলাম খান রাজু। মাসিক সাধারণ সভা ও আইন শৃঙ্খলা কমিটির সভায় বক্তব্য রাখেন, আদমদিঘী থানা অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান খন্দকার সালমা বেগম চাঁপা , উপজেলা সিনিয়র কৃষি কর্মকর্তা মিঠু চন্দ্র অধিকারী, সিনিয়র মৎস্য কর্মকর্তা সুজয় কুমার পাল, উপজেলা প্রকৌশলী রিপন চন্দ্র , উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু রেজা খান, সহ- সভাপতি খন্দকার নাজিমুল হক, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এবং ০১ নং ছাতিয়ান গ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হক (আবু ), সদর ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান, গোলাম মোস্তফা, নাহিদ সুলতানা তৃপ্তি, শামিম আহমেদ।
এছাড়াও আজ উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা বরুণ চন্দ্র, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমির হোসেন, নির্বাচন অফিসার আব্দুর রশিদ, উপজেলা শিক্ষা অফিসার তৌফিক আজিজ, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা সিরাজুল হক মন্টু, সাংবাদিক খায়রুল ইসলাম, সাংবাদিক মিহির সরকার সহ উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তা গন।