NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২৯, ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২
Logo
logo

চীন ও ইন্দোনেশিয়ার সংস্কৃতি ও দু’দেশের জনগণের মধ্যে দৃঢ় বন্ধন রয়েছে :পেং লি ইউয়ান


আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত:  ২৯ এপ্রিল, ২০২৫, ০৩:৪৮ এএম

চীন ও ইন্দোনেশিয়ার সংস্কৃতি ও দু’দেশের জনগণের মধ্যে দৃঢ় বন্ধন রয়েছে :পেং লি ইউয়ান

 


চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের স্ত্রী পেং লি ইউয়ান গতকাল ২৮ জুলাই (বৃহস্পতিবার) বিকেলে সিছুয়ান প্রদেশের রাজধানী ছেংতুতে ইন্দোনেশিয়ার ফার্স্ট লেডি ইরিয়ানা জোকোয়ির সঙ্গে এক বৈঠক করেছেন।

ছেংতু ৩১তম গ্রীষ্মকালীন ইউনিভার্সিয়েডের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে প্রেসিডেন্ট জোকো ইউডোডোর সঙ্গে ছেংতু এসেছেন ইরিয়ানা।

পেং লি ইউয়ান চিন নিউ হোটেলে ইরিয়ানাকে স্বাগত জানান। তারা একসঙ্গে সিছুয়ানের সূচিকর্ম, চীনামাটির পাত্রযুক্ত বাঁশের তৈজসপত্র, রূপার সুক্ষ্ম তন্তুর চিত্রকর্মসহ ছেংতুর অবৈষয়িক সাংস্কৃতিক ঐতিহ্যের কারুশিল্প দেখেন এবং চা শিল্প-পরিবেশনা উপভোগ করেন।

পেং লি ইউয়ান আনন্দের সঙ্গে ইরিয়ানার সঙ্গে তার অনেক বৈঠকের কথা স্মরণ করে বলেন, চীন ও ইন্দোনেশিয়ার সংস্কৃতি একই রকম এবং দু’দেশের জনগণের মধ্যে দৃঢ় বন্ধন রয়েছে। 

তিনি আশা প্রকাশ করেন, দু’দেশের মৈত্রী গভীরতর হবে এবং বন্ধুত্ব আরও সম্প্রসারিত হবে। ছেংতুর স্থানীয় সংস্কৃতি ও দৃশ্য উপভোগে ইরিয়ানাকে স্বাগত জানান তিনি।
এসব আয়োজনের জন্য ইরিয়ানা পেং লি ইউয়ানকে ধন্যবাদ জানান এবং চীনের অবৈষয়িক সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষা ও উত্তরাধিকারের প্রশংসা করেন। তিনি বলেন, এবারের ছেংতু ভ্রমণে চীনের ইতিহাস ও সংস্কৃতির ব্যাপারে তার বোঝাপড়া এবং এসবের প্রতি তার ভালোবাসা আরও গভীর হয়েছে।
সূত্র :তুহিনা-রহমান, চায়না মিডিয়া গ্রুপ।