মোহাম্মদ আবদুল্লাহ প্রকাশিত: ৩০ এপ্রিল, ২০২৫, ০৯:৩৪ এএম
চুয়াডাঙ্গা জেলায় নবাগত জেলা প্রশাসক হিসেবে যোগদান করেছেন ড.কিসিঞ্জার চাকমা।সোমবার (২৪ জুলাই) ২০২৩ ড. কিসিঞ্জার চাকমা চুয়াডাঙ্গা জেলার ২৭ তম 'জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট' হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন। তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার ১০ জুলাই ২০২৩ তারিখের ২৬৬ নম্বর আদেশ বলে পূর্বতন জেলা প্রশাসক জনাব মোহাম্মদ আমিনুল ইসলান খান এর নিকট থেকে দায়িত্বভার গ্রহণ করেন। এর পূর্বে বিসিএস প্রশাসন ক্যাডারের ২৭ তম ব্যাচের কর্মকর্তা ড. কিসিঞ্জার চাকমা সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে উপসচিব (ত্রাণ কর্মসূচি-১) এবং উপসচিব (দুর্যোগ ব্যবস্থাপনা-২) হিসেবে কর্মরত ছিলেন। তিনি চুয়াডাঙ্গা জেলার সর্বস্তরের জনগণের দোয়া ও সহযোগিতা চেয়েছেন।