NYC Sightseeing Pass
Logo
logo

রাজশাহী বিভাগীয় অতিঃ কমিশনার যুগ্ম সচিব (আইসিটি ) জনাব ড. মোকছেদ আলী পত্নীতলা ও ধামইরহাট  পরিদর্শন করলেন


এম আব্দুর রাজ্জাক প্রকাশিত:  ৩০ এপ্রিল, ২০২৫, ০৬:৩২ এএম

রাজশাহী বিভাগীয় অতিঃ কমিশনার যুগ্ম সচিব (আইসিটি ) জনাব ড. মোকছেদ আলী পত্নীতলা ও ধামইরহাট  পরিদর্শন করলেন

এম আব্দুর রাজ্জাক, উত্তরবঙ্গ বগুড়া থেকে : রাজশাহী বিভাগীয় অতিঃ কমিশনার যুগ্ম সচিব (আইসিটি ) জনাব ড. মোকছেদ আলী নঁওগা জেলার পত্নীতলা ও ধামইরহাট  উপজেলার সরকারের বিভিন্ন উন্নয়ন মূলক কাজের পরিদর্শন করলেন।(১৬ জুলাই রবিবার ) সকাল সাড়ে ১০ টায়, রাজশাহী বিভাগীয় অতিরিক্ত  কমিশনার, যুগ্ম সচিব  ( আইসিটি) ড. মোকছেদ আলী উপজেলা পরিদর্শন করেন।এসময়  পত্নীতলা উপজেলা  কার্যালয়ে পৌঁছেলে  নির্বাহী  অফিসার জনাব মোছাঃ রুমানা আফরোজ  এবং সহকারী কমিশনার ( ভূমি ) মোঃ আজিজুল কবির ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরন করেন।এসময়  আরও  উপস্থিত ছিলেন  উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ রাহাত  এবং  মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ খাদিজাতুল কোবরা সহ উপজেলার বিভিন্ন সরকারি কর্মকর্তাগন।

এছাড়াও বিভাগীয় অতিরিক্ত কমিশনার সাহেব অফিসের বিভিন্ন কার্যত্রম পরিদর্শন করেন। পত্নীতলা উপজেলার সরকারের বিভিন্ন কার্যক্রম দেখে বেশ সুন্তষ্ট প্রকাশ করেন।এরপর মধইল ইসলামিয়া আলীম মাদ্রাসা পরিদর্শন করেন। তিনি এসময় মাদ্রাসার পুরাতন ভবন ও পরিদর্শন করেন। এছাড়াও মাদ্রাসার সুপার  ও  শিক্ষক গনের সঙ্গে মতবিনিময় করেন এবং মাদ্রাসার ছাত্র / ছাত্রীদের শ্রেণি কক্ষে নিয়মিত পড়াশুনা ব‍্যাপারে খোঁজখবর নেন। এসময়  মাদ্রাসার ম‍্যানেজিং কমিটির সদস্য গন উপস্থিত ছিলেন।

এরপর, উপজেলার চকনিরখীন সরকারি প্রাথমিক বিদ‍্যালয় ( নজিপুর) পরিদর্শন করেন। এসময় রাজশাহী  বিভাগীয় অতিরিক্ত কমিশনার ড. মোকছেদ আলী বিদ‍্যালয়ের শিক্ষক মন্ডলি গনের সঙ্গে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। এছাড়াও  বিদ‍্যালয়ের শ্রেনি কক্ষে গিয়ে ছাত্র/ ছাত্রী সঙ্গে খোঁজখবর নেন। নিয়মিত শ্রেনিতে পাঠদান সম্পর্কে বাচ্চাদের সঙ্গে কথা বলেন।এছাড়াও উপজেলার ০৭ নং পাটিচরা ইউ পি কার্যালয় পরিদর্শন করেন। এসময়  ইউপি চেয়ারম্যান ছোবেদুল ইসলাম রনি, ইউ পি সচিব  এবং ইউপি সদস্য / সদস্যাগন ফুল দিয়ে শুভেচ্ছা জানান। তিনি ইউ পি কার্যালয়ে সবার সঙ্গে মতবিনিময় করলেন এবং পরিষদ ভবনের বিভিন্ন কার্যক্রম পরিদর্শ করেন। 

এছাড়াও আমবাটি বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ‍্যালয়  ( নাগরগোলা) পত্নীতলা পরিদর্শন করেন। তিনি  এই বিদ‍্যালয়ের জন্য সরকারের পক্ষ থেকে সকল ধরনের সাহায্য  ও সহযোগিতা করবেন বলে তিনি জানান। পত্নীতলা উপজেলার বিভিন্ন কার্যত্রম পরিদর্শনের সময় উপজেলা নির্বাহী  অফিসার রুমানা আফরোজ সঙ্গেই ছিলেন।এছাড়াও  এ দিনে নঁওগা জেলার ধামইরহাট  উপজেলা পরিষদে পৌছেলে উপজেলা  নির্বাহী  অফিসার আরিফুল ইসলাম ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান। এসময়   বিভিন্ন কার্যত্রম পরিদর্শন করেন। এরপর ধামইরহাট  উপজেলায় মের্সাস রাহমানিয়া ইলেকট্রনিক নামক আধুনিক কৃষি যন্ত্রপাতি তৈরী  ফ‍্যাক্টরী পরিদর্শন করেন। এখানে নতুন প্রযুক্তিগত  ধান কাটা মেশিন টির বিভিন্ন সুবিধা সম্পর্কে সরেজমিনে পরিদর্শন করেন। এই মেশিন দ্বারা বতর্মান প্রযুক্তি ক্ষেত্রে কৃষকগন খুবই উপকৃত হবেন বলে তিনি মনে করেন।

এছাড়াও ঐদিন বিকেলে উপজেলা বিখ্যাত ঐতিহাসিক " আলতা দিঘী" পরিদর্শন করেন। ধামইরহাট  উপজেলার ভারত সীমান্তবর্তী অঞ্চলে অবস্হিত। আলতা দিঘী ও পাশের বনাঞ্চল কে সরকার জাতীয় উদ‍্যান কেন্দ্র হিসেবে ঘোষণা করেছেন। বতর্মান ঐতিহাসিক  "আলতাদিঘীতে " দিঘী খনন কাজ চলছে। রাজশাহী বিভাগীয়  অতিরিক্ত কমিশনার ড. মোকছেদ আলী, আলতা দিঘীর বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে দেখেন। এসময় সঙ্গে ছিলেন  উপজেলা নির্বাহী অফিসার  আরিফুল ইসলাম সহ উপজেলার বিভিন্ন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

সবশেষে জয়পুরহাট জেলা প্রশাসক   এর কার্যালয় পরিদর্শন করেন। এসময় রাজশাহী বিভাগীয় অতিরিক্ত কমিশনার ড. মোকছেদ আলী কে জেলা প্রশাসনের পক্ষ থেকে জয়পুরহাট জেলা প্রশাসক সালেহ তানভীর ফুলেল শুভেচ্ছা জানান। তিনি জেলা প্রশাসকের কার্যালয়ে পরিদর্শন করে তার সফর সূচি সমাপ্ত করেন।