NYC Sightseeing Pass
Logo
logo

শিবগঞ্জে মায়ের শখ পূরন করতে  আকাশ পথে বউ আনলো প্রবাসী ছেলে


এম আব্দুর রাজ্জাক প্রকাশিত:  ৩০ এপ্রিল, ২০২৫, ০৬:৩৫ এএম

শিবগঞ্জে মায়ের শখ পূরন করতে   আকাশ পথে বউ আনলো প্রবাসী ছেলে


এম আব্দুর রাজ্জাক, বগুড়া থেকে : বগুড়ার শিবগঞ্জের পল্লীতে মায়ের শখ পূরন করতে আকাশ পথে বউ আনলো  প্রবাসী ছেলে। বৃহস্পতিবার বিকালে ধাওয়াগীর মিল্কিপু গ্রামে হেলিকপ্টার নিয়ে বউ সহ অবতরণ করেন। 

জানা যায় উপজেলার শিবগঞ্জ সদর ইউনিয়নের  ধাওয়াগীর মিলকিপুর গ্রামে মৃত হোসেন আলীর পুত্র ওবায়দুর রহমান সে গত ১ যুগ ধরে মালেশিয়া থাকেন। মায়ের শখ পূরণ করতে  বৃহস্পতিবার বগুড়া সদরের নুনগোলা ইউনিয়নের  হাজরাদিঘী চকপাড়া গ্রামে শফিকুল ইসলামের মেয়েকে পারিবারিক বন্ধনে আনুষ্ঠানিক ভাবে হেলিকপ্টার যোগে বিয়ে করেন।

বরের মা ওমেদা বেগম জানান, ৩ মেয়ে ১ ছেলের মধ্যে ওবাইদুর রহমান খুব আদরের। অনেক কষ্ট করে তাকে বড় করেছি৷ এক সময় সে মালেশিয়া গিয়ে অনেক উন্নত হয়েছে। তাই ইচ্ছা ছিল ছেলেকে হেলিকপ্টার যোগে বিয়ে করে বউ'মাকে  আকাশ পথে উড়িয়ে নিয়ে আসবো। মায়ের সেই স্বপ্নের নকশা মোতাবেক বিয়ের আনুষ্ঠানিকতা শেষে বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে হেলিকপ্টারে চড়ে কনেকে সঙ্গে নিয়ে বর ওবাইদুর বাড়ির পাশেই একটি ফসলের মাঠে নামেন। বরের যাত্রীরা যাতায়াত করেন ১০ টি মাইক্রোবাসে।এলাকাবাসী জানান, পল্লীঞ্চলের বাসিন্দা হয়েও প্রবাসী ওবাইদুর মায়ের শখ পূরণ করতে হেলিকপ্টারে বিয়ের এ ঘটনা এলাকার সবাইকে রীতিমতো চমকে দিয়েছে। 

স্থানীয় লোকজন আরোও জানান, হেলিকপ্টারে চড়ে বিয়ের ঘটনা শিবগঞ্জ সদর ইউনিয়ন এলাকায় এটিই প্রথম। হেলিকপ্টারে চড়ে বিয়ের খবর শুনে উপজেলার প্রত্যন্ত গ্রাম থেকে উৎসুক জনতা হেলিকপ্টার ও বর-কনেকে দেখতে সকাল থেকে ভিড় জমান। এসময় গ্রামবাসীদের মধ্যে ব্যাপক আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়। বর ওবাইদুর রহমান জানান, বিয়ে জীবনে একবারই হয়। এছাড়া মায়ের শখ আর তার স্বপ্ন পূরণ বলে কথা। তাই বগুড়ার মমইন থেকে হেলিকপ্টার ভাড়া করি। দাম্পত্য জীবন সুখী হতে তিনি সবার দোয়া কামনা করেন।