NYC Sightseeing Pass
Logo
logo

জমে উঠেছে দেশের অন্যতম বৃহত্তর জীবননগরের শিয়ালমারি পশুহাট


মোহাম্মদ আবদুল্লাহ প্রকাশিত:  ৩০ এপ্রিল, ২০২৫, ০৫:৪৫ এএম

জমে উঠেছে দেশের অন্যতম বৃহত্তর জীবননগরের শিয়ালমারি পশুহাট

মোহাম্মদ আবদুল্লাহ : আসন্ন পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদকে সামনে রেখে জমে উঠেছে দেশের অন্যতম বৃহত্তর চুয়াডাঙ্গার শিয়ালমারি পশু হাট। হাটে বাড়ছে ক্রেতা-বিক্রেতাদের ভিড়। কোরবানির পশুর দামও ভালো বলে জানাচ্ছেন ব্যবসায়ী ও খামারিরা। তাই পশু কিনতে আসা ক্রেতা-বিক্রেতাদের মধ্য চলছে দর কষাকষি। বৃহস্পতিবার (২২ জুন) চুয়াডাঙ্গার জীবননগরে শিয়ালমারী পশুহাট ঘুরে এমন চিত্র দেখা গেছে।

 

শিয়ালমারী পশুহাটে গরু বিক্রি করতে আসা জীবননগর উপজেলার উথলী গ্রামের ব্যবসায়ী সেলিম হোসেন বলেন, গত কয়েকদিনের তুলনায় এখন গরু-ছাগলের দাম তুলনামূলক বেশি। আজকে হাটে তিনটি গরু এনেছিলাম বিক্রির জন্য। পাঁচ হাজার টাকা করে লাভে দুটি বিক্রি করেছি। আরেকটা গরুর আশানুরূপ দাম না হওয়ায় বিক্রি করিনি। আগামী হাটে বিক্রি করবো।

মৃগমারী গ্রামের গরু ব্যবসায়ী বেল্টু বলেন, অন্যদিনের তুলনায় আজকের হাটে ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গা থেকে ব্যাপারীরা এসেছেন। একারণে গরুর দামও বেশি। আজকে হাটে পাঁচটা গরু এনেছিলাম। সবগুলো গরু বিক্রি বিক্রি হয়ে গেছে। লাভও বেশি হয়েছে। গরুর দাম এরকম থাকলে গরু পালনকারীরা লাভবান হবেন।হাটে গরু কিনতে আসা নাসির উদ্দিন নামে আরেক ক্রেতা বলেন, কোরবানি করার জন্য মাঝারি গরু খুঁজছি। এবছর গরু প্রতি ২০ থেকে ৩০ হাজার টাকা দাম বেশি মনে হচ্ছে। যেহেতু কোরবানি করতে হবে তাই বেশি দাম দিয়েই গরু কিনতে হচ্ছে।