এম আব্দুর রাজ্জাক প্রকাশিত: ৩০ এপ্রিল, ২০২৫, ০৩:৪৬ এএম
এম আব্দুর রাজ্জাক,বগুড়া থেকে : বগুড়া জেলার কাহালু উপজেলার দর্গাহাটে অবস্থিত বেতার কেন্দ্র পরিদর্শন করলেন বাংলাদেশ বেতারের মহাপরিচালক নাসরুল্লাহ মোঃ ইরফান। বেতার কেন্দ্র পরিদর্শন করে পূর্ণাঙ্গ বেতার কেন্দ্র করা ও চালু করার বিষয়ে আশ্বাস প্রদান করায় বেতারের মহাপরিচালক নাসরুল্লাহ মোঃ ইরফান ও বগুড়া সদর আসনের সংসদ সদস্য ও বগুড়া জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপুকে অভিনন্দন জানিয়েছেন বগুড়ায় পূর্ণাঙ্গ বেতার কেন্দ্র বাস্তবায়ন পরিষদের নেতৃবৃন্দ। শুক্রবার পরিদর্শন শেষে বেতারের মহাপরিচালক নাসরুল্লাহ মোঃ ইরফান বগুড়ার সাংস্কৃতিক নেতৃবৃন্দ, শিল্পী ও বগুড়ায় পূর্ণাঙ্গ বেতার কেন্দ্র বাস্তবায়ন পরিষদের নেতৃবৃন্দকে বলেন, পূর্ণাঙ্গ বেতার কেন্দ্রের বরাদ্দের জন্য মন্ত্রণালয় ও সচিবালয়ে যোগাযোগের জন্য বগুড়া সদর আসনের সংসদ সদস্য রাগেবুল আহসান রিপুর সহযোগীতা চান। সহযোগিতা পাওয়া গেলে বগুড়া বেতার পূর্ণাঙ্গরূপে পাওয়া যাবে। স্থানীয় রাজনৈতিক নেতা, শিল্পী, সাংবাদিক ও কলাকুশলীদের দাবি শুনে পূর্ণাঙ্গ বেতার কেন্দ্র করার বিষয়ে আশ্বাস দেন। তিনি বলেন, এই বেতারে প্রকৃত শিল্পীরা অংশগ্রহণ করবে। বগুড়া সদর আসনের সংসদ সদস্য ও বগুড়া জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু বলেন, বগুড়ার সাংস্কৃতিক ও শিল্পীদের উন্নয়নেও কাজ করা হবে। বগুড়া বেতার দ্রুত সময়ে যেন পূর্ণাঙ্গ হয় সে বিষয়ে কাজ করে যাবেন।এসময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান মজনু, বাংলাদেশ বেতারের প্রধান প্রকৌশলী তৌহিদুর রহমান, অতিরিক্ত প্রধান প্রকৌশলী শহিদুর রহমান, বগুড়া বেতার কেন্দ্রের আবাসিক প্রকৌশলী মঈনুল হক, নাট্যব্যক্তিত্ব তৌফিক হাসান ময়না, কাহালু উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ হেলাল উদ্দিন কবিরাজ, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, সহ সভাপতি আব্দুল হান্নান, বগুড়া সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক আবু সাঈদ সিদ্দিকী, বগুড়ায় পূর্ণাঙ্গ বেতার কেন্দ্র বাস্তবায়ন পরিষদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মাহমুদুস সোবহান মিন্নু, সদস্য সচিব হাসিবুল হাসান মুন, সাংবাদিক আমজাদ হোসেন মিন্টু, সাংবাদিক এইচ আলিম, সাংবাদিক এম আব্দুর রাজ্জাক, ছড়াকার আমির খসরু সেলিম, সংগীত শিল্পী আব্দুল আউয়াল, কণ্ঠশিল্পী আলমগীর কবির, ফজলে রাব্বী, শেখ মাসুকুর রহমান শিহাব, যন্ত্রসংগীত শিল্পী শফিকুল ইসলাম শ্যামল, গোলাম রব্বানী, শরিফুল ইসলাম বাবু, মিজানুর রহমান মিন্টু, আলী মাহমুদ ফারুক কচিসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।এর আগে বগুড়ায় পূর্ণাঙ্গ বেতার কেন্দ্র বাস্তবায়ন পরিষদের নেতৃবৃন্দ ২৯ মে বেতার কেন্দ্র চালু করার দাবীতে মানববন্ধন কর্মসূচি ও সাংস্কৃতিক সমাবেশের আয়োজন করে।