মোহাম্মদ আবদুল্লাহ প্রকাশিত: ২৯ এপ্রিল, ২০২৫, ১০:৪৬ পিএম
জীবননগর উপজেলার ১নং উথলী ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আব্দুল হান্নান দায়িত্বভার গ্রহণ করেছেন। দায়িত্বভার গ্রহণ ও প্রথম সভা অনুষ্ঠিত হয়।গতকাল সোমবার সকাল ১০টার সময় উথলী ডিগ্রি কলেজ হলরুমে উথলী ইউনিয়ন পরিষদের আয়োজনে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় নবনির্বাচিত ইউপি সদস্যগণ, ৯টি ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক, নবগঠিত উথলী প্রেস ক্লাবের নেতৃবৃন্দ, এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নানকে ফুলেল শুভেচ্ছা জানান।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন উথলী ডিগ্রি কলেজ পরিচালনা পর্ষদের সদস্য রবিউল হোসেন। উথলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হান্নানের সভাপতিত্বে এবং উথলী ইউনিয়ন আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক সাংবাদিক সালাউদ্দীন কাজলের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উথলী ইউনিয়ন পরিষদের সচিব মহি উদ্দিন।
এসময় আব্দুল হান্নান বলেন, আমার স্ত্রী অসুস্থ থাকায় আমি নিজে ভোটের মাঠে সেইভাবে সময় দিতে পারিনি। কিন্তু ইউনিয়নবাসী নিজেরা দায়িত্ব নিয়ে মানুষের দ্বারে দ্বারে গিয়ে আমার জন্য ভোট প্রার্থনা করেছেন। এলাকার মসজিদ-মাদ্রাসা থেকে আমার স্ত্রীর জন্য দোয়া করা হয়েছে। এজন্য আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ। অন্যান্য জায়গায় ভোট আসলে টাকার জন্য মানুষ মাথা খারাপ করে দেয়। কিন্তু আমার কাছে ভোটের জন্য কেউ একটি টাকাও চাইনি। যে যার জায়গা থেকে নিজের সাধ্যমতো চেষ্টা করে আমাকে বিজয়ী করেছে। এখন আমার দয়িত্ব আপনাদের কাছে দেওয়া আমার প্রতিশ্রতিগুলো বাস্তবায়ন করা। আপনারা সকলে আমাকে সহযোগিতা করবেন। ভুলত্রুটি হলে ধরিয়ে দিয়ে সেটা সংশোধন করে দেবেন। চেয়ারম্যান হিসেবে নই, আমি সাধারণ মানুষ হিসেবেই আপনাদের মাঝে থাকতে চাই।
এসময় উপস্থিত ছিলেন উথলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোবারক সোহেল আহাম্মদ (প্রদীপ), উথলী ডিগ্রি কলেজের অধ্যক্ষ আকরাম হোসেন, বিশিষ্ট সমাজসেবক আসাদুর রহমান বিশ্বাস, উথলী প্রেস ক্লাবের নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ আব্দুল্লাহসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীবৃন্দ, উথলী ইউনিয়নের বিভিন্ন গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। পরে তিনি দলীয় নেতৃবৃন্দ ও ইউপি সদস্যদের সাথে নিয়ে আনুষ্ঠানিকভাবে উথলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দায়িত্বভার গ্রহণ করেন। উল্লেখ্য, গত ১৬ই মার্চ উথলী ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আব্দুল হান্নান পাঁচ হাজার ৩৬৮ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হন।