NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, এপ্রিল ৩০, ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২
Logo
logo

মসজিদ  উন্নয়ন প্রকল্পে সহায়তা করলেন - আলহাজ্ব সিরাজুল ইসলাম খান রাজু


এম আব্দুর রাজ্জাক প্রকাশিত:  ২৯ এপ্রিল, ২০২৫, ১০:০১ পিএম

মসজিদ  উন্নয়ন প্রকল্পে সহায়তা করলেন - আলহাজ্ব সিরাজুল ইসলাম খান রাজু

এম আব্দুর রাজ্জাক বড় আখিড়া, বগুড়া থেকে : বগুড়া জেলার  আদমদিঘী উপজেলার  ১ নং ছাতিয়ানগ্রাম ইউনিয়নের বড় আখিড়া গ্রামের সাখিদার পাড়ার জামে মসজিদ  উন্নয়ন প্রকল্পে ২০২২-২৩ অর্থ বছরের আর্থিক সহায়তা করলেন বাংলাদেশ আওয়ামী লীগ আদমদিঘী উপজেলা শাখার সভাপতি  ও উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব  আলহাজ্ব সিরাজুল ইসলাম খান রাজু। ১২ মে শুক্রবার  জুম্মার নামাজ আদায়ের পূর্বে মুসুল্লি ভাইদের সঙ্গে মতবিনিময় করেন।তিনি বলেন, বতর্মান বাংলাদেশে সরকার মসজিদ মডেল  উন্নয়ন করছেন। যা পূবে কোন সরকার করেন নাই। তিনি আরও বলেন, আমি বড় আখিড়া গ্রামবাসির এলাকার উন্নয়ন জন্য  বিভিন্ন কাজ শুরু করবেন। বড় আখিড়া সাখিদার পাড়া জামে মসজিদের উন্নয়ন কাজের জন্য ১০০,০০০/- এক লক্ষ টাকা নগদ প্রদান করেন।তিনি বলেন  আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি সুস্থ  থাকলে ইনশাআল্লাহ  এলাকার সব ধরনের উন্নয়ন মূলক কাজ করব।এছাড়াও  বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ আদমদিঘী উপজেলা শাখার সহ- সভাপতি এবং ১ নং ছাতিয়ানগ্রাম ইউ পি চেয়ারম্যান জনাব আব্দুল হক আবু।

তিনি বলেন, আমার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের মধ্য বৃহত্তম  একটি জনবহুল গ্রাম হচ্ছে বড় আখিড়া। আমি এলাকায়  রাস্তা - ঘাট সহ বিভিন্ন উন্নয়ন মূলক কাজ করে দিয়েছি। আগামিতে আরও  বেশি করে এই গ্রামে কাজ করা হবে ইনশাআল্লাহ। আপনারা আমাদের পাশে থাকবেন এবং  আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ্ ঘর পবিত্র ঘর। আজ সবার সঙ্গে মত বিনিময় করতে খুবই ভালো লাগল।আজ সম্মানিত অতিথি বৃন্দ শুক্রবারের পবিত্র জুম্মার নামাজ  বড় আখিড়া জামে মসজিদে সকল মুসুল্লিদের সঙ্গে  আদায় করেন।আজ এ সময়  উপস্থিত ছিলেন বড় আখিড়া সাখিদার পাড়া জামে মসজিদের সভাপতি  মোঃ আবু বক্কর ছিদ্দিক সাখিদার, সেক্রেটারি মোঃ আবুল হোসেন, মসজিদের খতিব হাফেজ মোঃ মাহমুদুর রহমান,  পেশ ইমাম হাফেজ মোঃ জয়নাল আবেদিন, সাংবাদিক  এম আব্দুর রাজ্জাক, আব্দুল কুদ্দুস, আব্দুর রশিদ,মোঃ সাগর হোসেন, মিজানুর রহমান, আব্দুর রহিম, মোঃ সিরাজুল ইসলাম সহ এলাকার ধর্মপ্রান মুসুল্লিবৃন্দ গন।