NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, এপ্রিল ৩০, ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২
Logo
logo

চুয়াডাঙ্গার উথলী মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসাবে নওশাদ আলীর যোগদান


মোহাম্মদ আবদুল্লাহ প্রকাশিত:  ২৯ এপ্রিল, ২০২৫, ১১:১৮ পিএম

চুয়াডাঙ্গার উথলী মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসাবে নওশাদ আলীর যোগদান

চুয়াডাঙ্গার ঐতিহ্যবাহী উথলী মাধ্যমিক বিদ্যালয়ে অবশেষে একজন নতুন প্রধান শিক্ষক যোগদান করেছেন। পুর্বতন প্রধান শিক্ষক আকরাম হোসেন সন্টু ১২ সেপ্টেম্বর ২০২০ তারিখে অবসর গ্রহন করলে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের গুরুত্বপূর্ণ পদটি শুন্য হয়ে পড়ে, সহকারী প্রধান শিক্ষক আবদুল হাকিম ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব প্রহন করেন। বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আবদুল মান্নান পিল্টু জানান, প্রধান শিক্ষকের পদ শুন্য হবার পর থেকে এ পর্যন্ত তিনবার বিজ্ঞপ্তি দিয়েও  উপযুক্ত কাউকে পাওয়া যায়নি। গত ২মে ২০২৩ তারিখে  বিদ্যালয়ে নতুন প্রধান শিক্ষক হিসাবে যোগদান করেছেন মোঃ নওশাদ আলী। উথলী মাধ্যমিক বিদ্যালয়ে যোগদানের আগে তিনি নাটোরের  মাটিকোপা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক হিসাবে কর্মরত ছিলেন।

নতুন একজন প্রধান শিক্ষকের বিদ্যালয়ে যোগদানকে এলাকার সচেতনমহল বিদ্যোৎসাহীরা সাধুবাদ জানিয়ে বলেছেন এর ফলে ঐতিহ্যবাহী এ শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রমে আরো গতিশীলতা  আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন।